Indian Football Team: 'ভারতীয় ফুটবলকে একেবারে ধ্বংস করেছে কল্যাণ', AIFF প্রেসিডেন্টের ইস্তফা চান বাইচুং

Bhaichung Bhutia AIFF President: এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে হংকংয়ের হার ভারতীয় ফুটবলে সাম্প্রতিক অতীতে সবচেয়ে লজ্জার বিষয়। এই হারের পর রীতিমতো বিধ্বস্ত ভারতীয় ফুটবল মহল।

Bhaichung Bhutia AIFF President: এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে হংকংয়ের হার ভারতীয় ফুটবলে সাম্প্রতিক অতীতে সবচেয়ে লজ্জার বিষয়। এই হারের পর রীতিমতো বিধ্বস্ত ভারতীয় ফুটবল মহল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Bhaichung Bhutia: ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে দায়ী করেছেন বাইচুং

Bhaichung Bhutia: ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে দায়ী করেছেন বাইচুং

Bhaichung Bhutia on Indian Football Team: ফিফা ব়্যাঙ্কিংয়ে ১২৭ নম্বরে ভারত। আর হংকং ১৫৩ নম্বরে। সেই ২৬ ধাপ পিছনে থাকা টিমের কাছেও হার ভারতের। যা ভারতীয় ফুটবলের জন্য লজ্জার। এমন প্রতিপক্ষের কাছেও হারতে হল ব্লু-টাইগারদের। এই লজ্জার হারের পর ভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বহু প্রাক্তন ফুটবল তারকা। এবার সেই তালিকায় শামিল হলেন প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া। তিনি সাফ জানিয়েছেন, ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবের পদত্যাগ চাই। চৌবে ভারতীয় ফুটবলকে একেবারে ধ্বংস করে দিয়েছেন।

Advertisment

এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে হংকংয়ের হার ভারতীয় ফুটবলে সাম্প্রতিক অতীতে সবচেয়ে লজ্জার বিষয়। এই হারের পর রীতিমতো বিধ্বস্ত ভারতীয় ফুটবল মহল। সেইসঙ্গে সুনীল ছেত্রীদের এশিয়ান কাপের মূল পর্বে খেলারও আশাও প্রায় শেষ। এর মধ্যেই ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে দায়ী করেছেন বাইচুং। এই কল্যাণের কাছেই ২০২২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে হেরেছিলেন বাইচুং। তাঁর স্পষ্ট অভিযোগ, দায়িত্ব নিয়ে ভারতীয় ফুটবলকে ধ্বংস করেছেন ফেডারেশন প্রেসিডেন্ট।

আরও পড়ুন জাতীয় দলে কেন ব্যর্থ মোহনবাগানের ফুটবলাররা? মাথায় হাত সবুজ-মেরুন সমর্থকদের

Advertisment

একটি সাক্ষাৎকারে বাইচুং বলেছেন, 'ভারতীয় ফুটবলকে একেবারে শেষ করে দিয়েছে কল্যাণ চৌবে। এখনই ওঁর পদত্যাগ করে চলে যাওয়া উচিত। একের পর এক বিতর্ক, দুর্নীতি হচ্ছে। এত মাস কেটে যাওয়ার পরেও জানা যায়নি আই লিগ চ্যাম্পিয়ন কোন দল?' পাহাড়ি বিছের দাবি, 'ভারতীয় ফুটবলে কালো দিন এনে দিয়েছেন কল্যাণ চৌবে।'

আরও পড়ুন হেরেও লজ্জা নেই! আর কবে পদত্যাগ করবেন ভারতীয় ফুটবল কোচ? প্রশ্ন সমর্থকদের

বাইচুং আরও যোগ করেছেন, 'টেকনিক্যাল কমিটিকে না জানিয়েই মানোলোকে কোচ করা হয়েছিল। এফসি গোয়ার সঙ্গেই জাতীয় দলের দায়িত্ব সামলালেন তিনি। আসলে গ্রাসরুট লেভেলে কোনও উন্নতি হচ্ছে না। মাঠের বাইরে কেবলই খারাপ খবর। সবকিছুর প্রভাব পড়ছে জাতীয় দলের পারফরম্যান্সে।' হংকং ম্যাচ জিতলে আকর্ষণীয় আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল ফেডারেশন। সেই পদক্ষেপকেও তোপ দেগেছেন বাইচুং।

indian football team AIFF Kalyan Choubey Bhaichung Bhutia