/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/India-Qatar.jpg)
India-Qatar: কাতারের সেই বিতর্কিত গোলের পর ভারতীয় খেলোয়াড়দের প্রতিক্রিয়া। (ছবি- স্ক্রিনগ্যাব)
controversial Qatar goal against India: বিশ্বকাপের বাছাইপর্বে ভারতের বিরুদ্ধে কাতারের বিতর্কিত গোলের ব্যাপারে তদন্ত চান অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ/AIFF) সভাপতি কল্যাণ চৌবে। এক বিবৃতিতে তিনি বলেছেন, 'জয় এবং পরাজয় খেলারই অংশ। আমরা সেগুলো খোলামনেই গ্রহণ করি। কিন্তু, গতকাল রাতে ভারতের বিরুদ্ধে করা দুটি গোলের একটি নিয়ে বেশকিছু প্রশ্ন আছে।' আর এই কারণেই তিনি, বুধবার জসিম বিন হামাদ স্টেডিয়ামে, ২০২৬ বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে ভারতের বিরুদ্ধে কাতারের বিতর্কিত গোল নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন।
কল্যাণ চৌবে বলেছেন, 'আমরা ফিফা হেড অফ কোয়ালিফায়ার, এএফসি হেড অফ রেফারি এবং ম্যাচ কমিশনারকে চিঠি দিয়েছি। নজরদারিতে ব্যাপক ত্রুটির জন্যই ভারতকে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের রাউন্ড ৩-তে ব্যাপক মূল্য চোকাতে হয়েছে। এই জন্য একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত দরকার। আমরা ওদের (কাতার) এই অন্যায় মোকাবিলায় ক্রীড়াগত ক্ষতিপূরণের দাবি জানিয়েছি। আমরা বিশ্বাস করি যে ফিফা এবং এএফসি এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।'
We’ll leave it here!#INDQAT#IndianFootballpic.twitter.com/5KhtyOfrvS
— FanCode (@FanCode) June 11, 2024
বুধবারের ওই বিতর্কিত গোলটি হয়েছিল ম্যাচের ৭৩ মিনিটে। ভারত তখন ১-০ গোলে এগিয়ে ছিল। আবদুল্লাহ আলাহরাকের ফ্রি-কিক দেখে ইউসেফ আয়েম হেডার করার চেষ্টা করেছিলেন। যা ভারতীয় অধিনায়ক এবং গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু বাঁচিয়ে দেন। এই মুহূর্তগুলোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে স্পষ্ট দেখা গিয়েছে, গুরপ্রীতের বাঁচানোর পর বলটি সাইড লাইন অতিক্রম করেছিল। কিন্তু, কাতারের হাশমি হুসেন সেখান থেকে বলটা মাঠে টেনে আনেন। আর, লাথি মেরে তা জালে জড়ান আইমেন।
দক্ষিণ কোরিয়ার রেফারি কিম উ-সুং তা দেখতে পাননি। তিনি কাতারকে গোল দিয়ে দেন। ম্যাচ ভিএআর না থাকায় সিদ্ধান্ত পর্যালোচনাও করা যায়নি। ২০২৬ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের এই ম্যাচ ভারত শেষ পর্যন্ত ২-১ গোলে হারে। ভারতের কোচ ইগর স্টিমাক ম্যাচের পরে গোটা ঘটনায় তীব্র হতাশায় ভেঙে পড়েন। তিনি জানান, 'বেআইনি' গোল তাঁর দলের স্বপ্নকে হত্যা করেছে।