Ajay Jadeja on Gautam Gambhir: ভারতের কোচ হিসেবে গৌতম গম্ভীরের পারফরম্যান্সকে এখনই বিচার করাটা ঠিক হবে না। এমনটাই মনে করছেন অজয় জাদেজা। প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান বলেছেন যে ভারতীয় দলে গম্ভীরের প্রভাব সম্পর্কে এখনই রায় দেওয়াটা খুব তাড়াতাড়ি বলে দেওয়া হয়ে যাবে। কারণ, কোচ হিসেবে গম্ভীরের মেয়াদ মাত্র ছয় মাস পেরিয়েছে। গম্ভীরের টেস্ট ফরম্যাটে কোচিং করার পূর্ব অভিজ্ঞতা নেই। তিনি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি২০ টুর্নামেন্টে দলগুলোর সঙ্গে কাজ করে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন। তারপরই তাঁকে ভারতীয় দলের কোচ করা হয়েছে। কিন্তু, চলতি মাসের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে ভারত যাবতীয় ইতিহাস ভেঙে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে।
তারপরই গম্ভীরের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছিল। কিন্তু, বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯৫ রানে ভারতের বিশাল জয় গম্ভীরের বিরুদ্ধে সেই সমালোচনার ঝড়কে থামিয়ে দিয়েছে। কিন্তু, তার আগে প্রাক্তন ভারতীয় ওপেনারের সব ফরম্যাটে ভারতকে কোচিং করানোর দক্ষতা নিয়ে যেভাবে প্রশ্ন তোলা হয়েছে, তা ঠিক হয়নি বলেই মনে করছেন জাদেজা। তাঁর মতে, ভারতীয় দলের কোচ হিসেবে গম্ভীরের চাকরি জীবনের শুরুতেই তাঁর ওপর বেশি চাপ দেওয়া হয়ে গিয়েছে। যা অন্যায় হয়েছে।
এই ব্যাপারে জাদেজা সংবাদমাধ্যমকে বলেছেন, 'আমি মনে করি গৌতম গম্ভীরের সঙ্গে অন্যায় করা হয়েছে। যদি তাঁর কোচিং নিয়ে বিচার করা হয়, তবে এটাই বলব যে ওঁকে বেশি সময় দেওয়াই হয়নি। ওঁর সাফল্যের বিচার করার জন্য এটা যথেষ্ট কম সময়। যদি আগে থেকেই ধরে নেওয়া হয় যে ওঁর পারফরম্যান্স খারাপ হবে, তবে একটা, দুটো খেলার পরই সমালোচনা হবে। কিন্তু, আমার মনে হয় যে, সঠিক বিচার করার জন্য ওঁকে আরও সময় দেওয়া উচিত। ওঁকে কোচিংটা উপভোগ করতে দেওয়া উচিত।'
আরও পড়ুন- অস্ট্রেলিয়াকে নিচে পাঠাল দক্ষিণ আফ্রিকা! ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগেই চরম দুঃসংবাদ অজি শিবিরে
শুধু ভারতের পারফরম্যান্সের জন্য গৌতম গম্ভীরের সমালোচনা করা হয়নি। অনেকে আবার গম্ভীরের আচরণ নিয়েও নানা কটূক্তি করেছেন। প্রাক্তন খেলোয়াড় থেকে ক্রিকেট বিশেষজ্ঞ, সেই তালিকায় অনেকেই আছেন। জাদেজা মনে করেন, এটা করাও ঠিক হয়নি। এই ব্যাপারে তিনি বলেছেন, 'এখনই এসব নিয়ে বলার সময় আসেনি। এখনও বিষয়টা এমন পর্যায়ে রয়েছে যে কখনও ও জিতবে তো কখনও হেরে যাবে। ছয় মাসের মধ্যে কারও বিচার করা যায় না। জেনেশুনেই ওঁকে কোচ করা হয়েছে। সকলেই জানেন ওঁর কাছ থেকে কী চাওয়া হয়েছে। গম্ভীর একজন অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন ছেলে। ও গোটা জীবনটাতেই সৎ থাকতে চেয়েছে। সুতরাং, ওঁর কাছ থেকে যা চাওয়া হয়েছে, ও দেওয়ার চেষ্টা করবে। এই ব্যাপারে আমি নিশ্চিত।'