Advertisment

WTC Points Table after SA vs SL 1st Test: অস্ট্রেলিয়াকে নিচে পাঠাল দক্ষিণ আফ্রিকা! ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামার আগেই চরম দুঃসংবাদ অজি শিবিরে

WTC Points Table update after SA vs SL 1st Test: অস্ট্রেলিয়া দিন-রাতের টেস্টে খেলতে নামার আগেই পেল বড় দুঃসংবাদ। অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।

author-image
IE Bangla Sports Desk
New Update
WTC, India, Australia, ডব্লিউটিসি, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া,

WTC-India-Australia: আগামী বছরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। (ছবি: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড, টুইটার)

ICC World Test Championship 2023-25 Points Table Update: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ফের প্রথম স্থানে টিম ইন্ডিয়া। পার্থ টেস্ট জেতার সুফল তো ভারত পেলই। তবে, ভারতের প্রথম স্থানে উঠে আসার পিছনে বিরাট কৃতিত্ব রয়েছে দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ আফ্রিকা শনিবার ডারবানে শ্রীলঙ্কাকে ২৩৩ রানে হারিয়েছে। তার ফলেই, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC 2023-25) পয়েন্ট টেবিলের তালিকায় তারা দ্বিতীয় স্থানে উঠে এল। অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানেও জায়গা পেল না। ভারতের কাছে পার্থ টেস্ট ম্যাচে হেরে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে নেমে গেল অস্ট্রেলিয়া। 

Advertisment

তালিকার চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। পঞ্চম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। ষষ্ঠ স্থানে রয়েছে ইংল্যান্ড। সপ্তম স্থানে রয়েছে পাকিস্তান। অষ্টম স্থানে বাংলাদেশ। আর নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পার্থ টেস্ট জেতায় ভারতের পয়েন্ট শতাংশ এখন ৬১.১১, সবচেয়ে বেশি। আর, ডারবান টেস্ট জেতায় দক্ষিণ আফ্রিকার পয়েন্ট শতাংশ ৫৯.২৫। অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ৫৭.৬৯, নিউজিল্যান্ডের ৫৪.৫৪। 

শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা তাদের নিজেদের দেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। তার মধ্যে প্রথম টেস্ট হয়েছিল ডারবানে। সেখানেই প্রোটিয়ারা জেতায় তারা সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। তাদের পয়েন্ট শতাংশ (পিসিটি) আগে ছিল ৫৪.১৭। সেটা এই টেস্ট জয়ের ফলে বেড়ে হয়েছে ৫৯.২৫। দক্ষিণ আফ্রিকার এই চ্যাম্পিয়নশিপের দৌড়ে এখনও তিনটি টেস্ট খেলা বাকি আছে। তার মধ্যে একটি শ্রীলঙ্কার বিরুদ্ধে। বাকি দুটি ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে।

দল পিসিটি
ভারত ৬১.১১
দক্ষিণ আফ্রিকা ৫৯.২৫
অস্ট্রেলিয়া ৫৭.৬৯
নিউজিল্যান্ড ৫৪.৫৪

এই তিনটি ম্যাচেই যদি দক্ষিণ আফ্রিকা জিতে যায়, তবে তাদের পয়েন্ট শতাংশ (পিসিটি) দাঁড়াবে ৬৯-এর ওপর। আগামী বছরের ১১-১৫ জুন লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল। তিনটি ম্যাচেই জিততে পারলে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে একটি আসন নিশ্চিত করবে। 

আরও পড়ুন- ১৩ বছরেই কোটিপতি হয়েছিল নিলামে! পাকিস্তানের বিরুদ্ধে সুপারফ্লপ ভারতের সূর্যবংশী

পার্থে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে গত সপ্তাহেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ভারত। এই চ্যাম্পিয়নশিপে ভারতের এখনও ৪টি ম্যাচ বাকি আছে। আর গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ভারতের বিরুদ্ধে ৪টি ম্যাচ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ২টি ম্যাচ খেলা বাকি আছে।

cricket Team India Test cricket Cricket News Border-Gavaskar Trophy Indian Cricket Team Team India Australia Cricket Team WTC
Advertisment