ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্য়াচে ড্র করল ভারত। ওয়ার্ম-আপ ম্য়াচে ভারতের প্রাপ্তি চেতেশ্বর পূজারার দুরন্ত শতরান। রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, হনুমা বিহারীর ফিফটি। বোলারদের মধ্য়ে ইশান্ত শর্মা, উমেশ যাদব ও কুলদীব যাদব ছাপ রেখেছেন।
শেষ দু'বছরে রাহানের ব্য়াট থেকে কোনও সেঞ্চুরি আসেনি। ফলে রাহানের ফর্ম নিয়ে চিন্তায় ছিল টিম ম্য়ানেজমেন্ট। অবশেষে রাহানে ১৬২ বলে অন্তত অর্ধ-শতরানের (৫৪) দেখা পেলেন। ট্য়ুর ম্য়াচের শেষ দিনে রাহানের ব্য়াট জ্বলে ওঠে।
আরও পড়ুন: পূজারার সেঞ্চুরি, রোহিতের ফিফটি, প্রথম দিনে ভারত তুলল ২৯৭/৫
এই ম্য়াচের প্রথম ইনিংসে পূজারার (১৮৭ বলে ১০০ রান করে অবসৃত) ঝকঝকে সেঞ্চুরি ও রোহিতের ফিফটিতে ভর করে রাহানে অ্যান্ড কোং পাঁচ উইকেট হারিয়ে ২৯৭ রান তুলে ডিক্লেয়ার করে। এই ইনিংসে স্ট্য়ান্ড ইন ক্য়াপ্টেন রাহানেকে মাত্র ১ রানেই ফিরতে হয়। উইন্ডিজের হয়ে জোনাথন কার্টার তিন উইকেট পান। এই রানের জবাবে উইন্ডিজ ১৮১ রানে অলআউট হয়ে যায়। ইশান্ত-উমেশ-কুলদীপ নেন তিনটি করে উইকেট।
আরও পড়ুন: রাহানে ফের ব্যর্থ, প্রশ্ন উঠে যাচ্ছে তারকা ব্যাটসম্যানের ভবিষ্যত নিয়ে
দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ওপেন করেন ময়ঙ্ক আগরওয়াল ও রাহানে। ময়ঙ্ক ১৩ রানে প্য়াভিলিয়নের পথ দেখেন। এরপর রাহানের সঙ্গে হনুমা বিহারী সঙ্গ দেন। দ্বিতীয় দিনের শেষে ভারত ১ উইকেট হারিয়ে ৮৪ রানে থামে। রাহানের ২০ ও বিহারী ৪৮ রানে ক্রিজে অপরাজিত থাকেন। তৃতীয় দিনে এই দুই ব্য়াটসম্য়ানই হাফ-সেঞ্চুরির দেখা পান। বিহারী ৬৪ রান করে আউট হন। এরপর পন্থ ফেরেন ১৯ রানে। প্রথম ইনিংসে যাঁর ব্য়াট থেকে এসেছিল ৩৩। ঋদ্ধিমান সাহা ১৪ রানে ও রবিচন্দ্রন অশ্বিন ১০ রানে অপরাজিত থাকেন। পাঁচ উইকেটে ১৮৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে ভারত। বড় রানের লিড নিয়েই মাঠ ছাড়ে তারা। উইন্ডিজ ৩ উইকেট হারিয়ে ৪৭ রান তুলে ম্য়াচ ড্র করে।