/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/choto-10.jpg)
দিন-রাতের টেস্ট: রাহানের শয়নে স্বপনে গোলাপি বল, মস্করা কোহলি-ধাওয়ানের
গোলাপি বলে খেলার জন্য় মুখিয়ে রয়েছেন অজিঙ্ক রাহানে। টিম ইন্ডিয়ার টেস্ট ভাইস ক্য়াপ্টেনের শয়নে-স্বপনে এখন ডে-নাইট টেস্ট। তাঁর ইনস্টাগ্রাম পোস্ট অন্তত সেই কথাই বলছে।
অতীতে গোলাপি বলে ঘরোয়া ক্রিকেট খেলারও অভিজ্ঞতা নেই রাহানের। ফলে তিনি প্রথমবার এই বিশেষ বলে খেলবেন। বোঝাই যাচ্ছে তাঁর উত্তেজনা কোন পর্যায়।
দিন-রাতের টেস্ট: ফ্লাডলাইটে গোলাপি বলের দৃশ্য়মানতাই পূজারার কাছে বড় ইস্য়ু
View this post on InstagramAlready dreaming about the historic pink ball test ????
A post shared by Ajinkya Rahane (@ajinkyarahane) on
রাহানের ইনস্টাগ্রাম পোস্ট দেখে মন্তব্য় করেছেন টিম ইন্ডিয়ার ক্য়াপ্টেন বিরাট কোহলি ও ওপেনার শিখর ধাওয়ান। ধাওয়ান লিখলেন,“ছবিটা কি স্বপ্নেই তুলল কেউ!“ অন্য়দিকে কোহলি লিখলেন “দারুণ পোজ দিয়েছ।“
আরও পড়ুন-দিন-রাতের টেস্ট: কেন বাংলাদেশি পেসাররা বল জলে চুবিয়ে খেলছেন?
আগামী ২২ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে ভারতের প্রথম দিন-রাতের টেস্ট। ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে দ্বিতীয় টেস্ট খেলবে বিরাট কোহলি অ্য়ান্ড কোং।
রাহানে গোলাপি বলে প্রথম প্র্য়াকটিসের পর বলেছিলেন, “আমি ব্য়ক্তিগত ভাবে এই টেস্টের জন্য় মুখিয়ে আছি। এটা একটা নতুন চ্য়ালেঞ্জ আমার কাছে। ম্য়াচের আগে কয়েকটা প্র্যাকটিস সেশনের পরেই বুঝতে পারব বল কত’টা সুইং করে, বা সেশন অনুযায়ী কীভাবে খেলাটা গড়ায়। ফ্য়ানেদের দৃষ্টিভঙ্গিতেও খেলাটা আকর্ষণীয় হতে চলেছে। প্র্যাকটিসে দেখলাম বলে লেট সুইং হচ্ছে। ফলে লেট খেলাটাই ঠিক হবে। যতটা সম্ভব শরীরের ঘেঁষে ব্য়াট করা যায় তত ভাল।”