Advertisment

কোহলি-রোহিত নন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট ক্যাপ্টেন হচ্ছেন এই সুপারস্টার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্ৰথম টেস্টে থাকছেন না কোহলি। রোহিতও বিশ্রামে। এমন অবস্থায় নেতৃত্বের দায়িত্ব সামলাবেন অজিঙ্কা রাহানে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিশ্বকাপে ভারতের বিদায় ঘটে গিয়েছে। এবার ঘরের মাঠে নতুন চেহারায় খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তিনটে টি২০-র পাশাপাশি দুটো টেস্ট খেলবে ভারতীয় দল। টি২০ সিরিজ শুরুর এক সপ্তাহ আগে চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল রোহিত শর্মাকে ক্যাপ্টেন করে ভারতের কুড়ি কুড়ি স্কোয়াড ঘোষণা করেছে।

Advertisment

দলের একাধিক সিনিয়র তারকাকে বিশ্রামে পাঠালেও রোহিতকে স্কোয়াডে রাখা হয়েছে। পূর্ণ সময়ের নেতা হিসেবে জাতীয় দলের জার্সিতে প্ৰথম নামবেন হিটম্যান। তাই তাঁকে বিশ্রামে পাঠানো হয়নি।

তবে সূত্রের খবর, টি২০ সিরিজে রোহিত খেললেও, টেস্টে তারকাকে বিশ্রাম দেওয়ার পথে হাঁটবে বোর্ড। চলতি নভেম্বরের ২৫ তারিখ প্রথম টেস্টে নামছে ভারত-নিউজিল্যান্ড। আর প্ৰথম টেস্ট বিশ্রামে থাকার কারণে থাকছেন না কোহলিও।

আরও পড়ুন: দ্রাবিড়ের পছন্দকে পাত্তা দিল না বোর্ড! রোহিতদের ফিল্ডিং কোচ হচ্ছেন এই তারকা

কোহলি-রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব সামলাতে হবে অজিঙ্কা রাহানেকে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রাহানে এমনিতে ভারতের ভাইস ক্যাপ্টেন। কোহলির অনুপস্থিতিতে জাতীয় দলের নেতৃত্বের দাবিদার তিনিই। এর আগে পাঁচ টেস্টে ভারতের ক্যাপ্টেনও হয়েছেন মুম্বইকর। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাহানে নন, বিরাটের অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়ার বিষয়ে বোর্ডের ভাবনায় ছিলেন রোহিত। তবে তিনি বিশ্রামে গেলে এত আলোচনার কিছু থাকবে না। রাহানের জাতীয় দলের অধিনায়ক হবেন।

টাইমস অফ ইন্ডিয়ার অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, টেস্ট সিরিজে ঋষভ পন্থ, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, শার্দূল ঠাকুরকেও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে বিশ্রামে রাখা হতে পারে। টেস্ট দলে কামব্যাক করবেন ইশান্ত শর্মা, হনুমা বিহারীর মত তারকারা। স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা।

প্ৰথম টেস্ট হবে কানপুরে। দ্বিতীয় টেস্ট মুম্বইয়ে। নিউজিল্যান্ড সিরিজ খেলেই ভারত দক্ষিণ আফ্রিকা পাড়ি দেবে। বিদেশ সফরে প্রোটিয়াজদের বিরুদ্ধে তিনটে টেস্ট, তিনটে ওয়ানডে এবং চারটে টি২০ খেলবে টিম ইন্ডিয়া।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Ajinkya Rahane Indian Cricket Team Virat Kohli Rohit Sharma
Advertisment