/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/ajinkya-rahane.jpg)
রাহানের ফর্মে উঠছে প্রশ্ন (টুইটার)
সামনেই টেস্ট সিরিজ শুরু হচ্ছে। ২২ অগাস্ট থেকে অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট। সেই টেস্টের আগেই রাহানের ফর্ম চিন্তায় রাখছে বিরাট কোহলি অ্যান্ড কোংকে। প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে যথারীতি ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মুম্বইকর। তারপরেই নতুন আলোচনার জন্ম দিয়েছেন রাহানে। প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে ভারত প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২৯৭ তুলেছে। চেতেশ্বর পূজারা ঝকঝকে সেঞ্চুরি হাকিয়েছেন। হাফসেঞ্চুরি পেয়েছেন রোহিত শর্মা, লোকেশ রাহুলও। তবে চেতেশ্বর পূজারার অফ ফর্মে তাল কেটে গিয়েছে।
গত কয়েক মরশুম ধরেই ব্যাট হাতে একদমই ফর্মে নেই রাহানে। হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট যেমন ভাল যায়নি, তেমনই আইপিএলেও রাজস্থান রয়্যালসের জার্সিতে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন সাম্প্রতিককালে। ওয়েস্ট ইন্ডিজ-এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জোনাথন কার্টারের বলে খোঁচা মেরে উইকেটকিপার জাহমার হ্যামিল্টনের বলে ক্যাচ তুলে দেন। ১ রানেই প্যাভিলিয়নে ফেরেন তিনি।
আরও পড়ুন পূজারার সেঞ্চুরি, রোহিতের ফিফটি, প্রথম দিনে ভারত তুলল ২৯৭/৫
তারপরেই রাহানেকে নিয়ে জল্পনা তৈরি হয়, সীমিত ওভার ক্রিকেট তো বটেই এবার বোধহয় টেস্ট দলেও রাহানের জায়গা পাওয়া নিয়ে সমস্যা তৈরি হবে। শেষ ১২টি টেস্ট ম্যাচে ২০টি ইনিংসে ব্যাট করেছেন তিনি। এর মধ্যে হাফসেঞ্চুরি পেয়েছেন মাত্র ৫টি ইনিংসে। শেষবার শতরান করেছিলেন দু-বছর আগে। ২০১৭ সালের অগাস্টেই দুর্বল শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি।
টিম ম্যানেজমেন্ট সূত্রে বলা হচ্ছে, এখনই রাহানের প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে কোনও সমস্যা হবে না। তবে ভবিষ্যতের কথা কে বলতে পারে! কারণ, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে শেষ দুই সিরিজে ব্যাট হাতে ভরসা জুগিয়েছিলেন তিনি। তবে চলতি সিরিজে ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হলে, রাহানেকে নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। টেস্ট দলের সহ অধিনায়ক তিনি। হনুমা বিহারী এবং শ্রেয়স আইয়ারাররা যেভাবে একের পর এক ম্যাচে পারফর্ম করে চলেছেন, তা যথেষ্ট চাপে রাখবে রাহানেকে।
Read the full article in ENGLISH
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us