Advertisment

Akash Deep Apologizes to Travis Head: হাতে না দিয়ে বল ফেললেন পায়ের কাছে! হেডকে মাঠেই খেপিয়ে তুলকালাম আকাশ দীপের, তুঙ্গে বিতর্ক

Akash Deep apologized to Travis Head after an unexpected ball drop: ট্র্যাভিস হেডের সঙ্গে ধুন্ধুমার বিতর্কে জড়িয়ে পড়লেন আকাশ দীপ। বল ড্রপ বিতর্কে সরগরম রইল ব্রিসবেন টেস্ট।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Akash Deep apologizing to Travis Head after ball drop

Akash Deep apologizing to Travis Head after ball drop: ট্র্যাভিস হেডের কাছে ক্ষমাও চেয়ে নেন আকাশ দীপ (টুইটার)

Akash Deep's unexpected ball drop frustrates Travis Head: ট্রাভিস হেডকে রাগিয়ে দিয়ে ক্ষমা চেয়ে নিলেন বাংলার পেসার আকাশদীপ। গাব্বা টেস্টে বুধবার এই দৃশ্যের স্বাক্ষী হল বর্ডার-গাভাসকার ট্রফি। এই টেস্টের ৫ম দিনে নাথান লায়নের বল আকাশদীপের বাম হাঁটু ও প্যাডের ফাঁকে ঢুকে গিয়েছিল। আকাশদীপ বলটি তুলে ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়ানো ট্রাভিস হেডের হাতে দেওয়ার বদলে মাটিতে ফেলে দেন।

Advertisment

তাতেই খেপে যান হেড। আকাশও নিজের ভুল বুঝতে পেরে ঘটনায় দুঃখপ্রকাশ করেন। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারির কাছেও আকাশকে দুঃখপ্রকাশ করতে দেখা গিয়েছে। মঙ্গলবার বুমরার সঙ্গে জুটি বেধেই আকাশদীপ ভারতকে ফলোঅন থেকে বাঁচান।

অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৪৪৫ রান তুলেছিল। ভারত যখন ফলোঅনের সীমা থেকে দূরে, সেই সময় ১০ম উইকেটে বুমরার সঙ্গে আকাশদীপ জুটি বাধেন। তোলেন ৯ উইকেটে ২৫২ রান। যাতে ভারত ফলোঅন থেকে বাঁচে। বুধবার প্রথম সেশনে অবশ্য আকাশদীপ অস্ট্রেলিয়ার পার্ট-টাইম স্পিনার ট্রাভিস হেডের বলে আউট হয়ে যান।

Advertisment

তার আগে ডানহাতি পেসার ৪৪ বলে দুর্দান্ত ৩১ রান তোলেন। বুমরা ১০ রান করে অপরাজিত থেকে যান। বুমরা ও আকাশদীপ পার্টনারশিপে মোট ৪৭ রান তোলেন। যা গত ৩০ বছরে অস্ট্রেলিয়ায় শেষ উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটি তৈরি করল। ভারতীয় ইনিংস শেষ হওয়ার পর প্রথমে অন্ধকার ঘনিয়ে আসা, পরে বৃষ্টিতে ম্যাচ বেশ কিছুক্ষণ বন্ধ থাকে।

আরও পড়ুন: অবসর নিতে চলেছেন ক্যাপ্টেন রোহিত-ও! গাব্বা টেস্টের পরেই বিরাট বোমা গাভাসকারের

এরপর লাঞ্চের সময় হয়ে যায়। গোটা চলতি সপ্তাহেই প্রবল বৃষ্টিতে গাব্বা টেস্ট বিপর্যস্ত হয়েছে। শনিবার ও সোমবারের বেশিরভাগ সময়ই আবহাওয়ার কারণে খেলা হয়নি। মঙ্গলবারের খেলাও তিনবার ব্যাহত হয়েছে। ট্র্যাভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরি এই ম্যাচে অস্ট্রেলিয়াকে চালকের আসনে বসিয়ে দিয়েছিল। স্টিভ স্মিথও সেঞ্চুরি করে ফর্মে যে ফিরছেন, সেটা বুঝিয়ে দিয়েছেন।

ভারতের হয়ে ওপেনার কেএল রাহুল করেছেন ৮৪ রান। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা করেছেন ৭৭ রান। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে পাঁচ ম্যাচের সিরিজে ভারত এবং অস্ট্রেলিয়া আপাতত ১-১। কারণ, পার্থে প্রথম টেস্টে ভারত স্বচ্ছন্দ্যে জেতার পর অস্ট্রেলিয়া এডিলেডে বিধ্বংসী জয় ছিনিয়ে নিয়েছে। এবার ব্রিসবেনে ড্র হওয়ায়, সিরিজের ফলাফল বদলাল না।

Cricket Australia Australia Team-India Indian Team Border-Gavaskar Trophy Travis Head Akash Deep Indian Cricket Team India Cricket Team Australia Cricket Team
Advertisment