Advertisment

Sunil Gavaskar Hints at Rohit Sharma Stepping Down as India Captain: অবসর নিতে চলেছেন ক্যাপ্টেন রোহিত-ও! গাব্বা টেস্টের পরেই বিরাট বোমা গাভাসকারের

Sunil Gavaskar’s Big Prediction: Will Rohit Sharma Quit as India Captain?: রোহিত শর্মার সময় মোটেই ভালো যাচ্ছে না। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ বিপর্যয় হজম করতে হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma might step down as India cricket captain

Rohit Sharma might step down as India cricket captain: রোহিতকে নিয়ে বড় পূর্বাভাস গাভাসকারের (টুইটার)

Sunil Gavaskar’s Big Prediction: Will Rohit Sharma Step Down as India Captain?: খারাপ ফর্ম চলতে থাকলে ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়তে পারেন রোহিত শর্মা। এমনটাই জানিয়েছেন সুনীল গাভাসকার। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার একথা বলার কারণ, গত কয়েক ম্যাচে রোহিতের পারফরম্যান্স হতাশাজনক। বিশেষজ্ঞদের পাশাপাশি যা নিয়ে রোহিতের সমালোচকরাও মুখর।

Advertisment

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই টেস্ট ম্যাচে খেললেন রোহিত। সেখানেও বড় ইনিংস খেলতে পারেননি। সেনিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গাভাসকার বলেছেন, নির্বাচকরা কখন তাঁকে সরাবেন, রোহিত তার জন্য অপেক্ষা করবেন না। চলতি পাঁচ ম্যাচের সিরিজের বাকি দুটো ম্যাচ হবে মেলবোর্ন এবং সিডনিতে। সেখানে তাঁর ফর্মের অগ্রগতি না ঘটলে তিনি অধিনায়কত্ব ছেড়ে দেবেন বলেই তাঁর বিশ্বাস।

এই ব্যাপারে গাভাসকার বলেন, 'আমি মনে করি রোহিত অবশ্যই পরের ম্যাচগুলোয় খেলার সুযোগ পাবে। তবে, এর শেষে যদি ও রান করতে না পারে, আমার ধারণা যে ও নিজেই অধিনায়কের দায়িত্ব থেকে সরে যাবে। ওঁর একজন বিবেকবান ক্রিকেটার। দলের বোঝা হতে চাইবে না। ও এমন একজন ক্রিকেটার যে ভারতীয় ক্রিকেটের প্রতি অত্যন্ত যত্নশীল। সুতরাং ও যদি পরের দুই ম্যাচে রান না পায়, আমার মনে হয় ও নিজেই অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেবে।'

আরও পড়ুন: ধোনির স্টাইলে সিরিজের মাঝপথেই কেন অবসর! অশ্বিনের বিদায়ে টিম ইন্ডিয়ার বড় রহস্য ফাঁস

Advertisment

এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অফ-স্পিনার নাথান লিয়ন বলেছেন যে গাব্বায় তৃতীয় টেস্টের চতুর্থ দিনে ফলোঅন এড়ানোর পর ভারতীয় দলের সদস্যরা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তা দেখে অস্ট্রেলিয়ান দলের বেশ কয়েকজন সদস্য বিস্মিত। গাব্বাতে, জসপ্রীত বুমরাহ ও আকাশদীপের শেষ উইকেট জুটি ভারতকে ফলোঅন এড়াতে সাহায্য করেছে।

যার দরুণ একটি সম্ভাব্য ইনিংসের পরাজয় এড়িয়েছে টিম ইন্ডিয়া। আকাশ যখনই প্যাট কামিন্সের বলে চার রান করেন, তখনই দেখা যায় যে অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ গৌতম গম্ভীর ও তারকা ব্যাটার বিরাট কোহলি রীতিমতো উচ্ছ্বাস দেখাচ্ছেন। যা সকলের নজর কেড়েছে।

এই প্রসঙ্গেই লিয়ন বলেন, 'আমরা এসব দেখে অবাক। আমাদের মধ্যে কয়েকজন এনিয়ে বলাবলি করেছে। আমরা ভালো খেলেছি। ম্যাচটাকে ইচ্ছামতো চালনা করেছি। ১৮৫ রানের লিড রেখেছি।' আবহাওয়া ঠিকঠাক থাকলে তাঁরা জিততেও পারতেন বলেই মনে করছেন লিয়ন।

Team India Team-India Border-Gavaskar Trophy Rohit Sharma Sunil Gavaskar Indian Team Team India Indian Cricket Team India Cricket Team
Advertisment