Virat Kohli, Akash Deep: ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের আগে ভারতীয় পেসার আকাশ দীপকে একটা ব্যাট উপহার দিয়েছিলেন কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি। ভারতীয় পেসারের দাবি, তিনি ওই ব্যাট উপহার হিসেবে রেখে দেবেন। ওটা নিয়ে কোনওদিন খেলবেন না। আকাশ দীপ আর বিরাট কোহলি দু'জনেই ভারতীয় দলের খেলোয়াড়। শুধু তাই না। দু'জনেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-রও সদস্য।
চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ইতিমধ্যে প্রথম টেস্ট বিপুল ব্যবধানে জিতে গিয়েছে। তার আগেই আকাশ দীপকে ওই ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি। প্রশ্ন করেছিলেন, 'তোর কি ব্যাট চাই?' বিরাটের ব্যাটিংয়ের সাফল্য তাঁকে বিশ্ব ক্রিকেটের অনেকের কাছেই আইকন করে তুলেছে। তাই তাঁর ব্যাট অনেক খেলোয়াড়ই নিজের কাছে স্মৃতি বা স্মারক হিসেবে রেখে দিতে চান। বিরাটকেও দেখা যায় জুনিয়রদের ব্যাট উপহার দিয়ে বড় ভাইয়ের মত আচরণ করতে। এর আগে কোহলি একইভাবে রিংকু সিংকেও নিজের ব্যাট উপহার দিয়েছিলেন। আকাশ দীপকেও ব্যাট উপহার দেওয়ার পর, সেই ব্যাটের ছবি ভারতীয় পেসার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন। আর, বিরাট কোহলির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিলেন।
চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচি টেস্ট-এ ভারতের হয়ে অভিষেক হয়েছিল আকাশ দীপের। সেই সময় ব্যক্তিগত কারণে কোহলি গোটা সিরিজটাই খেলতে পারেননি। আর, আকাশ দীপ এখনও পর্যন্ত দুটি টেস্ট খেলে পাঁচ উইকেট নিয়েছেন। এবার ভারতীয় বোলার তাঁর ব্যাট পাওয়ার অভিজ্ঞতার কথা জানালেন।
আরও পড়ুন- স্ট্যাম্প বদলে, ধুলো উড়িয়ে 'কালা জাদু'! বাংলাদেশের উইকেট ফেলতে রোহিতের ঝাড়ফুঁক, দেখুন ভিডিও
আকাশ দীপের দাবি, তিনি না চাইতেই বিরাট তাঁকে নিজের ব্যাট উপহার দিয়েছেন। বিষয়টা খোলসা করে বছর ২৭-এর আকাশ বলেন, 'বিরাট ভাই নিজেই এসে আমাকে ব্যাট দিয়েছেন। উনি হয়তো আমার ব্যাটিং দেখছিলেন! আমি কিছু চাইনি। উনিই এসে আমাকে জিজ্ঞাসা করলেন, ব্যাট চাই? তারপর ব্যাট দিয়ে বললেন এটা রেখে দে। বিরাট কোহলির ব্যাট, কে না নিতে চাইবে? এটা আমার কাছে একটা বিশাল উপহার। আমি ওই ব্যাটটা রেখে দেব। কোনওদিন ওটা দিয়ে খেলব না। বিরাট ভাই ওই ব্যাটটাতে অটোগ্রাফও করে দিয়েছেন।'