Advertisment

Rohit Sharma bail swap: স্ট্যাম্প বদলে, ধুলো উড়িয়ে 'কালা জাদু'! বাংলাদেশের উইকেট ফেলতে রোহিতের ঝাড়ফুঁক, দেখুন ভিডিও

India vs Bangladesh 1st Test: বাংলাদেশের উইকেট ফেলতে রহস্যময় জোড়া কালা জাদুর দ্বারস্থ রোহিত, ভিডিও দেখলে চমকে যাবেন

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma, Bail Swap, রোহিত শর্মা, বেল বদল,

Rohit Sharma-Bail Swap: রোহিতের সেই তুকতাক। (ছবি- টুইটার)

India vs Bangladesh 1st Test, Rohit Sharma: চেন্নাইয়ে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচে ভারত বিরাট ব্যবধানে, ২৮০ রানে বাংলাদেশকে পরাজিত করেছে। এই জয়ের পর ভারতের সাফল্যের রসায়ন যখন সকলের নজরে, তখন রোহিত শর্মার একটি কাণ্ড ইন্টারনেটে ঝড় তুলেছে। নেটিজেনদের একাংশের দাবি, রোহিতের তুকতাকেই নাকি ভারত প্রথম ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে। রোহিতের সেই তুকতাক হল, 'বেইল অদলবদল'। 

Advertisment

ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টুয়ার্ট ব্রডের এই ক্রিকেটীয় তুকতাক 'বেইল অদলবদল' ২২ গজের দুনিয়ায় রীতিমতো জনপ্রিয়। শীঘ্র সাফল্যে এই তুকতাক যেন জাদুর মত কাজ করে। এমনটাই ধারণা ক্রিকেট দুনিয়ার অনেকের। রোহিতকে চেন্নাইয়ে সেই তুকতাকই করতে দেখা গিয়েছে। আর, সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশের তো আবার দাবি, রোহিতের ওই তুকতাকের আগে ভারত বিশেষ সুবিধাজনক জায়গায় ছিল না। কিন্তু, রোহিতের ওই কাণ্ডের পর গোটা ম্যাচের ছবিটাই দ্রুত বদলে যেতে শুরু করে।

চলতি বছরের অ্যাসেজ থেকে এই তুকতাক ক্রিকেটে জনপ্রিয় হতে শুরু করেছে। অ্যাসেজের ৫ম টেস্ট চলাকালীন স্টুয়ার্ড ব্রড বেইলগুলো উলটে দিয়েছিলেন। আর, তারপরই অস্ট্রেলিয়ান ব্যাটার মার্নাস লাবুসচেন আউট হন। ইংল্যান্ডের ২৮৩ রানের জবাবে অস্ট্রেলিয়া ১৮৫ রানে ৭ উইকেট হারায়। শেষ পর্যন্ত রানের পাহাড় গড়তে অস্ট্রেলিয়া ব্যর্থ হয়। তাদের ইনিংস শেষ হয় ২৯৫ রানে। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসেও ব্রডকে আবার বেইল অদলবদল করতে দেখা যায়। আর, তারপরই ব্রডের ডেলিভারি মরফির ব্যাটের কোণায় লেগে সোজা চলে যায় জনি বেয়ারস্টোর কাছে। বেয়ারস্টো ডাইভ দিয়ে ওই ক্যাচ ধরেছিলেন। 

ব্রড সাফল্য পেতেই, তা অনুকরণ করার চেষ্টা চালান কিংবদন্তি ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ওই তুকতাক করেছিলেন। জসপ্রিত বুমরার ওভারের আগেই বদলে দিয়েছিলেন বেইল। তারপরই বুমরাহ আউট করেন টনি ডি জর্জিকে। যা সেই সময় সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছিল।

আরও পড়ুন- দ্বিতীয় টেস্টেই মিরপুরের 'হোম গ্রাউন্ডে' নামছে বাংলাদেশ! বিরাট হারের পরেই স্বস্তির খবর টাইগারদের

আর চেন্নাইয়েও ভারত জেতার পর বেইল বদলের তুকতাকে কাজ দিল বলেই নেটিজেনদের দাবি। প্রথম টেস্ট ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন পাঁচ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন। অশ্বিন, ঋষভ পন্থ, শুভমান গিলরা সেঞ্চুরি করেছেন। ম্যাচের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের সকালের সেশনে বাংলাদেশ ভালোই খেলছিল। সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত পঞ্চম উইকেটে জুটি বেঁধে ৫১ রান করেন। কিন্তু, আচমকা যেন ধসে যায় বাংলাদেশের ব্যাটিং অর্ডার। যাকে রোহিতের তুকতাক বলেই দাবি নেটিজেনদের।

Rohit Sharma Test cricket Indian Cricket Team Bangladesh Cricket Team
Advertisment