/indian-express-bangla/media/media_files/2025/05/27/LjP0XNuxsblqe0Mvju8Z.jpg)
Cristiano Ronaldo: হতাশাজনক মরশুম শেষ করার পর চরম সিদ্ধান্ত নিতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Cristiano Ronaldo to part ways with Al-Nassr: জল্পনাই শেষপর্যন্ত সত্যি হতে চলেছে। হতাশাজনক মরশুম শেষ করার পর চরম সিদ্ধান্ত নিতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোমবার রাতে সৌদি প্রো-লিগের এই মরশুমের শেষ ম্যাচে হারের পর আল-নাসের ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন সিআর সেভেন। ৫ বারের ব্যালন ডিওর জয়ী মহাতারকা ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া পেজ ফেসবুক, এক্স এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'অধ্যায় শেষ'। গভীর রাতে এই দুই শব্দের বার্তাই রোনাল্ডোর সিদ্ধান্তের আভাস দিয়েছে।
সোমবার রাতে লিগের শেষ ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করেছে আল-নাসের। দুবার এগিয়ে গিয়েও পয়েন্ট টেবিলের অনেক নিচের দিকের ক্লাব আল-ফাতেহর কাছে ৩-২ গোলে হেরেছে ২০১৯ সালের সৌদি চ্যাম্পিয়নরা। জঘন্যভাবে ম্যাচের শেষদিকে ২ গোল হজম করেছে আল-নাসের ডিফেন্স। যাতে চরম বিরক্ত হয়েছেন রোনাল্ডো। তাঁর ক্লাব ছাড়া নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। সোমবার রাতের হতশ্রী পারফরম্যান্সের পর সেই জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে।
This chapter is over.
— Cristiano Ronaldo (@Cristiano) May 26, 2025
The story? Still being written.
Grateful to all. pic.twitter.com/Vuvl5siEB3
আল-নাসেরের সঙ্গে রোনাল্ডোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। ৪০ বছরের পর্তুগিজ কিংবদন্তি ম্যানচেস্টার ইউনাই়টেড ছেড়ে ২০২৩ সালে যোগ দেন সৌদির এই জনপ্রিয় ক্লাবে। তিন মরশুমে ক্লাবের হয়ে মাত্র একটিই ট্রফি জিতেছেন রোনাল্ডো। তবে সেরার সেরা গোলদাতা হিসাবে পর পর দুই মরশুমে গোল্ডেন বুট জিতেছেন সিআর সেভেন।
আরও পড়ুন বার বার হুমকি পাচ্ছেন রোনাল্ডো, আতঙ্কে কোন কঠিন পদক্ষেপ করলেন CR7?
কয়েকদিন আগে ফিফা ক্লাব বিশ্বকাপে রোনাল্ডোর খেলা নিয়ে জল্পনা তৈরি হয়। ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো গত সপ্তাহে বলেন, ১৪ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে চলা ক্লাব বিশ্বকাপে রোনাল্ডোর খেলা নিয়ে আলোচনা চলছে। আল-নাসের ক্লাব বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। সৌদি আরব থেকে শুধুমাত্র আল-হিলাল খেলবে ক্লাব বিশ্বকাপে। তবে ৩২টি দলকে ১ থেকে ১০ জুমের মধ্যে বিশেষ দলবদলেন সুযোগ দেওয়া হবে। যাতে তারা প্রয়োজনীয় ফুটবলারকে সই করাতে পারে।
সৌদি প্রো-লিগে এবারও সর্বোচ্চ স্কোরার রোনাল্ডো। ৩০টি ম্যাচে করেছেন ২৫টি গোল। লিগে তিন নম্বরে শেষ করে পরের সিজনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে খেলার সুযোগ হাতছাড়া করেছে আল-নাসের। তাদের এবার খেলতে হবে চ্যাম্পিয়ন্স লিগ ২-তে। সোমবার রাতে রোনাল্ডোর সোশ্যাল মিডিয়া পেজে আল-নাসেরের জার্সি পরা ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'এই অধ্যায় শেষ। গল্পটা? এখনও লেখা হচ্ছে।' সবার কাছে কৃতজ্ঞ! বোঝাই যাচ্ছে আল-নাসেরেও রোনাল্ডোর অধ্যায় শেষ হতে চলেছে।