Cristiano Ronaldo hires new security team after getting threats: গোটা ফুটবল বিশ্বকে চমকে দিয়ে বছর দুয়েক আগে সৌদি আরবের (Roshn Saudi Pro League) লিগে খেলতে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। কিন্তু পছন্দের সেই দেশেই নিরাপত্তাহীনতায় ভুগছেন সিআর সেভেন (CR7)। সোশ্যাল মিডিয়ায় তাঁকে এবং তাঁর বান্ধবী জিওর্জিনা রড্রিগেজকে বেশ কয়েক বার হুমকি দেওয়া হয়েছে। যে কারণে নিজের এবং পরিবারের সুরক্ষায় বড় পদক্ষেপ করলেন ৫ বারের ব্যালন ডিওর (Ballon d'or) জয়ী ফুটবলার।
জানা গিয়েছে, এতদিন যাঁরা রোনাল্ডোর নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাঁদের সবাইকে সরিয়ে দিয়েছেন তিনি। বদলে নিজের এবং পরিবারের সুরক্ষায় নিরাপত্তা প্রধান হিসাবে নিয়োগ করেছেন নিজের দেশেরই বিশেষজ্ঞ ক্লদিও মিগুয়েল ভাজকে। এখন থেকে তিনি পর্তুগিজ তারকার ব্যক্তিগত দেহরক্ষী হিসাবে কাজ করবেন। স্প্যানিশ স্পোর্টস ডেইলি মার্কা (Marca) এই রিপোর্ট করেছে।
ভাজ পর্তুগালে বেসরকারি নিরাপত্তা বিশেষজ্ঞ হিসাবে বেশ জনপ্রিয়। তাঁর আধা সামরিক প্রশিক্ষণ রয়েছে। যে কোনও উপদ্রুত এলাকায় কাজের দক্ষতা রয়েছে ভাজের। পর্তুগালের বহু জনপ্রিয় তারকার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব সামলান তিনি। এবার তাঁকেই নিজের এবং পরিবারের সুরক্ষার দায়িত্ব দিলেন রোনাল্ডো। মার্কার প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের সতীর্থ রাফায়েল লিয়াওয়ের পরামর্শেই এই সিদ্ধান্ত নিয়েছেন আল-নাসের তারকা।
আরও পড়ুন ফুটবল দুনিয়ার বেতাজ বাদশা, মেসির এই ৫ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব!
বর্তমানে রোনাল্ডোর ঠিকানা এখন সৌদি আরবের রিয়াধ। বান্ধবী এবং ৫ সন্তানকে নিয়ে সৌদির রাজধানীতে থাকেন তিনি। তবে বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁকে এবং তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে খবর। তাই আর ঝুঁকি না নিয়ে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে নিলেন রোনাল্ডো। সতর্কতামূলক ভাবে জিওর্জিনাও আর খুব একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন না। বাচ্চাদের নিয়ে রিয়াধের রাস্তায় হাঁটতে যাওয়া কমিয়ে দিয়েছেন রোনাল্ডো।