Advertisment

বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে অভিষেক ও বিদায়ী টেস্টে সেঞ্চুরি কুকের

সেঞ্চুরিতেই আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেছিলেন তিনি। এক যুগ পরে নিজের অন্তিম টেস্টে শতরান করে স্মরণীয় করে রাখলেন বিদায়পর্বটা।

author-image
IE Bangla Web Desk
New Update
Alastair Cook

অভিষেক ও বিদায়ী টেস্টে সেঞ্চুরির বিরল নজির গড়লেন কুক

বর্ণাঢ্য কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলছেন অ্যালেস্টার কুক। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যানের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। লন্ডনের কেনিংটন ওভালে ইন্ডিয়ার বিরুদ্ধে ফেয়ারওয়েল টেস্টে করলেন ঝকঝকে সেঞ্চুরি। বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে অভিষেক ও বিদায়ী টেস্টে শতরান করার বিরল নজির গড়লেন কুক।

Advertisment

ঘটনাচক্রে ভারতের বিরুদ্ধেই ২০০৬ সালে নাগপুরে টেস্ট অভিষেক হয়েছিল কুকের। সেঞ্চুরিতেই আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেছিলেন তিনি। এক যুগ পরে নিজের অন্তিম টেস্টে শতরান করে স্মরণীয় করে রাখলেন বিদায়পর্বটা। প্রথম ইংরেজ ক্রিকেটার হিসেবে একই প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু ও শেষ টেস্টে সেঞ্চুরি করার রেকর্ড করলেন তিনি। কুক ছাড়া আর দু’জন ক্রিকেটারের এই কীর্তি রয়েছে। রেজি ডাফ (১৯০২-১৯০৫), বিল পনসফোর্ড (১৯২৪-১৯৩৪), গ্রেগ চ্যাপেল (১৯৭০-১৯৮৪), মহম্মদ আজহারউদ্দিন (১৯৮৪-২০০০) ও কুক (২০০৬-২০১৮) ক্রিকেট ইতিহাসের সেই ক্রিকেটার যাঁরা প্রথম ও শেষ টেস্টে সেঞ্চুরি পেয়েছেন।

আরও পড়ুন: কুকের সর্বকালের সেরা একাদশে নেই কোনও ভারতীয়

কুকের কেরিয়ারে এটি ৩৩ তম সেঞ্চুরি। এই টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করার সুযোগ হাতছাড়া হয়েছিল কুকের। ইংল্যান্ড ওপেনারকে ৭১ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান জসপ্রীত বুমরাহ। কিন্তু শেষ আন্তর্জাতিক ইনিংসে সেই ভুল করলেন না। সোমবার আটটি চারের সাহায্যে ২১০ বল খেলে ১০০ রান করেন কুক। ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক কুক। এখন তিনি ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটের সর্বোচ্চ রান করা পঞ্চম ক্রিকেটার। কুমার সঙ্গকারাকে ছাপিয়ে গেলেন তিনি। এই তালিকায় সবার প্রথম রয়েছে শচীন তেনডুলকর, তারপর রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও রাহুল দ্রাবিড়।

Advertisment