ইস্টবেঙ্গল ছাড়ার পর স্প্যানিশ ফুটবলে কোচিং অভিষেক সুখের হল না আলেহান্দ্রো মেনেন্দেজের। প্রথম ম্যাচেই আলেহান্দ্রোর আলবাসেটে বালোমপি ০-৩ গোলে বিধ্বস্ত হল ক্যাস্টালিয়-র বিপক্ষে।
ক্যাস্টালিয়ন এবং আলেহান্দ্রোর আলবাসেটে দুই দলই দ্বিতীয় ডিভিশনে অবনমন জোনে ছিল। তবে আলবাসেটেকে হারিয়ে অনবমন জোন ছেড়ে বেরিয়ে গেল ক্যাস্টালিয়ন। তাঁদের হয়ে জোড়া গোল করলেন জলাটানোভিচ। প্রথম গোল ম্যাতিউ-র। হেরে একদম শেষ স্থানে নেমে গেল প্রাক্তন ইস্টবেঙ্গল কোচের দল।
আরো পড়ুন: ইনিয়েস্তার ক্লাবে কোচ হলেন আলেহান্দ্রো, স্প্যানিশ ফুটবলে বড় খবর
দ্বিতীয় ডিভিশনে খুব একটা ভালো পজিশনে নেই আলবাসেটে বালোমপি। ইতিমধ্যেই চলতি মরশুমে দুজন কোচকে ছাঁটাই হতে হয়েছে- লুকাস আলকারাজ, লোপেজ গড়াই। মরশুমের তৃতীয় কোচ হিসেবে যোগ দিয়েছেন আলেহান্দ্রো গত সপ্তাহেই। তাঁর সহকারী হচ্ছেন হুয়ানমা ব্যারেরো। যিনি আবার এটলেটিকো মাদ্রিদের প্রাক্তন গোলকিপার।
চলতি বছরের শুরুতেই ইস্টবেঙ্গল কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। অতিমারীর ধাক্কা কাটিয়ে ফের কোচের হটসিটে বসেছেন আলেহান্দ্রো মেনেন্দেজ গার্সিয়া। তাঁর নতুন ক্লাবের মালিক আবার আন্দ্রে ইনিয়েস্তা।
বার্সেলোনায় যোগ দেওয়ার আগে আন্দ্রেস ইনিয়েস্তা বালোমপির জার্সিতেই ফুটবল কেরিয়ার শুরু করেন। মাঝে প্রবল আর্থিক সঙ্কটে ক্লাবের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন ওঠে গিয়েছিল। সেই সময় ইনিয়েস্তা ৪ লক্ষ ২০ হাজার ইউরো দিয়ে আর্থিক সাহায্য করেন। পরে কিংবদন্তি ফুটবলার ক্লাবের অধিকাংশ শেয়ার কিনে নেন। চলতি বছরে করোনার সময় ক্লাবকে আরো ২ লক্ষ ৪০ হাজার ইউরো সাহায্য করেন তিনি। যাতে কর্মী ও ফুটবলারদের বকেয়া বেতন মেটানো সম্ভব হয়। ইনিয়েস্তার নিজস্ব কোম্পানি উইনারি এন্টারপ্রাইজের সিইও অগাস্টিন লাজারো ২০১৩ থেকেই আলবাসেটের চেয়ারম্যান।
কঠিন সময়ে দায়িত্ব নিয়ে আলেহান্দ্রো অবশ্য দলকে জয়ে ফেরাতে পারলেন না। আগামী ম্যাচে প্রাক্তন লাল হলুদ কোচ তাঁর নতুন দলকে জয়ের দিশা দেখিয়ে অবনমন থেকে টেনে তুলতে পারবেন কিনা, সেটাই দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন