Advertisment

কলকাতায় কোচিং জীবনের অভিষেক, বিশ্বকাপে মেসিদের ফাইনালে তোলা সাবেয়া প্রয়াত

২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনা মেসির অধিনায়কত্ব এবং সাবেয়ার কোচিংয়ে ২৪ বছর পর ফাইনালে পৌঁছায়। ফাইনালে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ করে মারিও গোৎজের অতিরিক্ত সময়ের গোল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আর্জেন্টিনা ফুটবলে দুঃসংবাদ আর শেষ হচ্ছে না। কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন ফুটবল ঈশ্বর দিয়েগো মারাদোনা। এবার চলে গেলেন জাতীয় দলের প্রাক্তন ফুটবলার ও কোচ আলেহান্দ্রো সাবেয়া। ২৪ বছর পর যাঁর কোচিংয়ে আর্জেন্টিনা জাতীয় দল ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে উঠেছিল। কলকাতায় ২০১১ সালে জাতীয় দলের কোচিং জীবনে অভিষেক ঘটে সাবেয়ার। তিনিই দীর্ঘ অসুস্থতার পর ৬৬ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Advertisment

যেদিন মারাদোনা মারা যান, ঠিক তার পরের দিনই হৃদরোগে জরুরিকালীন অস্ত্রোপচারের জন্য বুয়েনস এয়ার্সের বেলগ্রানোর এক হাসপাতালে ভর্তি হন সাবেয়া। চিকিৎসায় প্রাথমিকভাবে সাড়া দিলেও সংক্রমণের কারণে পরিস্থিতি অবনতি হতে শুরু করে কিছুদিন পরেই। তারপর টানা দুসপ্তাহ ইনসেনটিভ কেয়ারে ছিলেন তিনি।

আরো পড়ুন: কলকাতায় হয়ত মারাদোনার ‘সোনার’ জাদুঘর, জানালেন ভারতীয় বন্ধু

মঙ্গলবার পরিস্থিতির আরো অবনতি হয়। শ্বাস প্রশ্বাসে সমস্যা দেখা যায়। তারপরেই কৃত্রিমভাবে শ্বাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর্জেন্টিনার স্থানীয় সময় অনুযায়ী দুপুরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

৭০-এর দশকে রিভারপ্লেটে এটাকিং মিডফিল্ডার হিসাবে কেরিয়ার শুরু করেন। ১০০-র বেশি ম্যাচ খেলে তিনটে ট্রফিও জেতেন। ১৯৭৮ বিশ্বকাপের পর প্রথম লাতিন আমেরিকান ফুটবলার হিসাবে ইংলিশ ফুটবলে নাম লেখান। যোগ দেন শেফিল্ড ইউনাইটেডে। যে ক্লাব পরে মারাদোনাকেও সই করাতে ঝাঁপিয়েছিল। এরপর লিডস ইউনাইটেড হয়ে ইস্টুডিয়নসের জার্সিতেও খেলেন।

অবসরের পর ড্যানিয়েল পাসরেল্লার সহকারী হিসাবে কাজ করেছেন আর্জেন্টিনা, উরুগুয়ের জাতীয় দল, মন্তেরি, করিয়েন্থিয়াসে। ২০০৯ সালে প্রধান কোচ হিসেবে সাবেয়া যোগ দেন ইস্টুডিয়নসে। ছয় মাসের মধ্যেই সাবেয়া লা প্লাতার এই ক্লাবকে কোপা লিবার্তাডোরেস চ্যাম্পিয়ন করেন। ৩৯ বছর পর। ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে বার্সাকে হারানোর সুযোগও তৈরি করেছিল সাবেয়ার ইস্টুডিয়নস। যদিও তা হয়নি।

যাইহোক, সের্জিও বাতিস্তার কাছ থেকে জাতীয় দলের কোচিংয়ের ব্যাটন নেন সাবেয়া ২০১১ সালে কলকাতায়। যুবভারতীতে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচের মাধ্যমে তার জাতীয় দলে কোচিং জীবনের শুরু। তিনি কোচ হয়েই মেসিকে অধিনায়ক করেন। ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনা মেসির অধিনায়কত্ব এবং সাবেয়ার কোচিংয়ে ২৪ বছর পর ফাইনালে পৌঁছায়। ফাইনালে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ করে মারিও গোৎজের অতিরিক্ত সময়ের গোল।

দেশে ফিরে হিরোর মর্যাদা পান সাবেয়া। স্বয়ং প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ তাঁকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন বিমানবন্দরে। তবে এরপর বেশিদিন কোচ থাকেননি তিনি। জেরার্ডো মার্টিনোকে দায়িত্ব তুলে পদত্যাগ করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Lionel Messi Argentina
Advertisment