Dialled-in Lakshya Sen Defeats Defending Champ Jonatan Christie with a Strong All-Round Display: ভারতের লক্ষ্য সেন অল ইংল্যান্ড ওপেনে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মাত্র ৩৬ মিনিটে ২১-১৩, ২১-১০ স্কোরে হারালেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জনাথন ক্রিস্টিকে।
শুরু থেকেই দুর্দান্ত ছন্দে
ম্যাচের শুরু থেকেই লক্ষ্য সেন একজন স্প্রিন্টারের মত চটপটে এবং দুর্দান্ত গতিতে খেলছিলেন। দ্বিতীয় গেমে ৬-৬ স্কোরে ক্রিস্টি একটানা ২৯ শটের র্যালি খেললেও, লক্ষ্য ধৈর্য হারাননি।
এরপর ৬-৬ স্কোর থেকে, ভারতীয় শাটলার একটানা ১১টি পয়েন্টের মধ্যে ১০টি জিতে নেন এবং ম্যাচ সহজেই নিজের দখলে নেন। শেষ পর্যন্ত ২১-১৩, ২১-১০ স্কোরে তিনি জিতেছেন। যা তাঁর একচ্ছত্র আধিপত্যের প্রকৃত প্রতিফলন।
বিস্ময়কর স্ম্যাশ – প্রতি ঘণ্টায় ৪৩৪ কিমি গতিতে
দ্বিতীয় গেমে ১০-৬ স্কোরে, জনাথন ক্রিস্টি ব্যাককোর্টে একটি সফট শট খেলেন, যার জবাবে লক্ষ্য একটি নিখুঁত নেট শট ফিরিয়ে দেন। এরপর, ব্যাকপেডালিং করার সময়, তিনি শূন্যে লাফিয়ে এক অসাধারণ জাম্প স্ম্যাশ করেন, যা ক্রিস্টিকে প্রতিরোধ করার সুযোগই দেয়নি। এই শটের গতি ছিল ঘণ্টায় ৪৩৪ কিমি। তাঁর এই স্ম্যাশ দর্শকদের তারিফ কুড়োয়।
ভালো শুরু– লক্ষ্যের নতুন কৌশল
লক্ষ্য সেন আগেই জানিয়েছিলেন যে, তিনি ম্য়াচের শুরুতেই এগিয়ে থাকার জন্য কঠোর পরিশ্রম করছেন। মঙ্গলবার, বিয়ার্মিংহামে প্রথম রাউন্ড অপেক্ষাকৃত ধীরগতিতে শুরু করলেও, ম্যাচের একেবারে শুরু থেকেই তিনি আক্রমণাত্মক ছিলেন।
জনাথন ক্রিস্টি যখন গতি বাড়ানোর চেষ্টা করেন, তখন লক্ষ্য তাঁর প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে দ্রুতগতির ব্যাডমিন্টন খেলার কৌশল নেন। এর ফলে, ম্যাচের শুরুতেই ৬-১ লিড নিয়ে এগিয়ে যান ভারতীয় খেলোয়াড়।
পরবর্তী রাউন্ডে লক্ষ্য সেন
এই অসাধারণ জয়ের পর, লক্ষ্য সেন বলেন, 'আমি আমার ছন্দ ধরে রাখতে চাই। শুরু থেকেই ভালোভাবে পরিকল্পনা করেছি এবং প্রতিটি সুযোগ কাজে লাগিয়েছি।'
পরবর্তী রাউন্ডে লক্ষ্য সেনের প্রতিপক্ষ চিনের লি শি ফেং। এই চিনা খেলোয়াড় ২০১৮ সালের জুনিয়র ব্যাডমিন্টন ব্যাচের অংশ ছিলেন। লক্ষ্য সেনের এই পারফরম্যান্স তাঁর কঠোর মানসিকতা এবং কৌশলগত উন্নতিরই প্রতিফলন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অল ইংল্যান্ড ওপেনে তিনি এর আগেও ভালো খেলেছেন, এবং এবারও তাঁর চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা উজ্জ্বল।
আরও পড়ুন- জিতেও বাদ প্রতিযোগী! কেন এমন ভয়ংকর পরিস্থিতি প্যারা অ্যাথলেটিক্সে?
অন্য ম্যাচের ফলাফল
- মহিলা সিঙ্গলস: মালভিকা বানসোড ১৬-২১, ১৩-২১ স্কোরে আকানে ইয়ামাগুচির কাছে পরাজিত হয়েছেন।
- মিক্সড ডাবলস: রোহান কাপুর-রুতভিকা শিবানি গাদ্দে ১০-২১, ১২-২১ স্কোরে জে ফেং ইয়ান-জিন ওয়েই ইয়ার কাছে হেরে গেছেন।