All England Open: কিম গা ইউনের ক্রসকোর্ট ধাঁধায় বিভ্রান্ত পিভি সিন্ধু; ভালো শুরু সাত্বিক-চিরাগ, ত্রিসা-গায়ত্রীর

PV Sindhu exits early from the All England Open after a tough match against Kim Ga Eun. Satwik-Chirag and Treesa-Gayatri start strong. Read the full match report. অল ইংল্যান্ড ওপেনে কঠিন ম্যাচের পর প্রাথমিক পর্বেই বিদায় নিলেন পিভি সিন্ধু। ভালো শুরু করলেন সাত্বিক-চিরাগ ও ত্রিসা-গায়ত্রী। সম্পূর্ণ ম্যাচ রিপোর্ট।

author-image
IE Bangla Sports Desk
New Update
PV Sindhu: পিভি সিন্ধু

PV Sindhu: পিভি সিন্ধু। (ছবি- টুইটার)

All England Open 2025: PV Sindhu Faces Early Exit; Satwik-Chirag, Treesa-Gayatri Start Strong: অল ইংল্যান্ড ওপেনে কিম গা ইউনের ক্রসকোর্ট ধাঁধায় বিভ্রান্ত হয়ে হেরে গেলেন পিভি সিন্ধু। তবে তিনি হারলেও ভালো শুরু করলেন সাত্বিক-চিরাগ, ত্রিসা-গায়ত্রীরা। ডাবল অলিম্পিক পদকজয়ী সিন্ধু শুরুতে লিড পেলেও কোরিয়ান প্রতিপক্ষের কড়া ডিফেন্স এবং নিখুঁত শটের ফলে প্রাথমিক পর্বেই ছিটকে গেলেন।

Advertisment

প্রথম সেটে ২০-১২ ব্যবধানে এগিয়ে থাকার সময় মনে হচ্ছিল, পিভি সিন্ধুর হাতেই রয়েছে ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ। তবে, কিম গা ইউনের শক্তিশালী কোরিয়ান ডিফেন্স স্টাইল সিন্ধুকে শেষ পর্যন্ত ম্যাচটা জিততে দেয়নি। ১২-২০ থেকে টানা সাতটি পয়েন্ট জিতে কিম ফিরে আসেন ম্যাচে, আর সিন্ধুর ভুলের হারও বাড়তে থাকে। অবশেষে, সিন্ধু প্রথম গেমটি ২১-১৯ ব্যবধানে জিতলেও, সেই জয় আসলে ছিল কিমের ভুলের জের। কিন্তু, এরপরই কোরিয়ান শাটলার তাঁর ভুলের সংখ্যা কমাতে শুরু করেন। যার জেরে ম্যাচের গতি বদলে যেতে থাকে। কিম শেষ পর্যন্ত ১৯-২১, ২১-১৩, ২১-১৩ ব্যবধানে ম্যাচটি জিতে নেন।

সিন্ধুকে সবচেয়ে সমস্যায় ফেলেছে কিমের ক্রসকোর্ট। পাশাপাশি রাউন্ড-দ্য-হেড ইনসাইড-আউট স্ম্যাশ ও ড্রপ শটেও বিপাকে পড়েন ভারতীয় শাটলার। যা বারবার সিন্ধুর ব্যাকহ্যান্ড রিচের বাইরে চলে যাচ্ছিল। অথচ, এই শট একসময় সিন্ধুর অন্যতম প্রধান অস্ত্র ছিল। এই ম্যাচে দুই খেলোয়াড়ই ডান পায়ে ব্যান্ডেজ পরে কোর্টে নেমেছিলেন। সিন্ধু এবছর মাত্র চারটি ম্যাচ খেলেছেন, আর কিম তার থেকেও কম, মাত্র দুটি ম্যাচ খেলেই অল ইংল্যান্ড ওপেনে অংশ নিয়েছেন। কোরীয় প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম গেমে সিন্ধু ১৪-৮ ব্যবধানে এগিয়ে ছিলেন, কিন্তু এরপর তাঁর খেলার আগ্রাসী ঝাঁঝ কমতে থাকে।

আরও পড়ুন- '৬০-এই বুড়ো হয়ে গেছেন..', ক্রিকেটারদের মধ্যে আমির খান ও রণবীর কাপুরের মজার বাগবিতণ্ডা!

Advertisment

দ্বিতীয় সেটে, কিম একসময় ৭-২ লিড নিয়ে নেন এবং একটানা ১৪টির মধ্যে ১২টি পয়েন্ট জিতে ম্যাচের দখল নিয়ে নেন। সিন্ধুর ইন্দোনেশীয় কোচ ইরওয়ানস্যাহ ম্যাচের সময় বারবার চিৎকার করছিলেন, 'সিন্ধু, তোমাকে ওঁর শটগুলো আটকাতে হবে।' কিন্তু, কোচের কথামতো সিন্ধু সেসব করতে পারেননি। কিম যেন গোটা ম্যাচে র‍্যালির গতি ও দিক নির্ধারণ করেছেন। তৃতীয় সেটেও একই ছবি দেখা যায়। কিম ৭-১ লিড নিয়ে এগিয়ে যান এবং শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেন।

Badminton England PV Sindhu sports defeat