Aamir vs. Ranbir: Clash Among Cricketers, Has Aamir Gone Senile at 60?: রণবীর কাপুর ও আমির খানের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না, এমনটাই শোনা যাচ্ছে ! হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন। বলিউডের দুই সুপারস্টার এখন ঝগড়ার মধ্যে রয়েছেন, আর মজার ব্যাপার হল, এই কাণ্ডে ভারতীয় ক্রিকেট টিমও যুক্ত!
এর শুরুটা হয়েছে যখন আমির খান ভুলবশত রণবীর কাপুরকে 'রণবীর সিং' বলে ডেকে বসেন! যা 'অ্যানিম্যাল' তারকা রণবীরের মোটেও ভালো লাগেনি। তবে গল্পে রয়েছে আরেকটি টুইস্ট, যা বেশ মজার।
একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, আমির খান রোহিত শর্মার সঙ্গে একটি পার্টিতে কথা বলছিলেন। তখন ঋষভ পন্থ তাঁর সঙ্গে একটি ছবি তোলার অনুরোধ করেন। আমির ভেবেছিলেন ঋষভ তাঁর সঙ্গে ছবি তুলতে চান, কিন্তু আসলে তিনি রণবীর কাপুরের সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন। ব্যাপারটি বুঝতে পেরে কিছুটা লজ্জিত আমির তখন ক্রিকেটারদের নিয়ে রণবীরের কাছে যান এবং বলেন, 'তোমাদের প্রজন্মের সবচেয়ে বড় সুপারস্টার, রণবীর সিং!'
তাঁর ভুল সংশোধন করা হলে আমির বলেন, 'একই কথা, দুজনেই তো হ্যান্ডসাম মুন্ডা!'
এরপর ওই পার্টিতে রণবীর চলে যান হার্দিক পান্ডিয়ার কাছে, গিয়ে বলেন, 'এভাবে কীভাবে কাপুরকে সিং বলে দিল? আমি যদি ওঁকে সলমন বলে ডাকি?' আমির আবার সেটা শুনে ফেলেন। তিনি হেসে জবাব দেন যে তাঁকে 'সলমন' বলা হলে সমস্যা নেই। কিন্তু, 'আরবাজ' বলা হলে সমস্যা হবে। ঠিক তখনই আরবাজ খান সামনে এসে বলেন, 'সোহেল হলে তো ফাটিয়ে দিতে!'
এরপরই রণবীর আমির সম্পর্কে বলেন, '৬০ বছর হয়ে গেছে তো, বুড়ো হয়ে গেছেন। রিটায়ারমেন্টটা নিয়ে ফেলুন।' এরপর রণবীর জ্যাকি শ্রফকে বলেন, 'তিনি শুধু খান, আর আমি পুরো খানদান!' এই বিতর্ক আরও বেড়ে যায়, যখন আমির বলেন, 'রণবীরের মতো তরুণ অভিনেতাদের অহংকার তাঁদের সিনেমা থেকে করা আয়ের চেয়েও বেশি!' এরপর দুই অভিনেতা তাঁদের ঝগড়া খেলার মাঠ পর্যন্ত নিয়ে যান। আর, স্বপ্নের একাদশের মধ্যে লড়াইয়ে মীমাংসা করার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন- এটা মোটেও মজার নয় সঞ্জনা!’ রাহুলের কড়া জবাব বুমরাহ-পত্নীর প্রশ্নে
এটি আসলে বিজ্ঞাপন! যা ব্যাপক জনপ্রিয় হয়েছে, বিশেষ করে এর কাস্টিং ও নাটকীয় উপস্থাপনার জন্য।
এই ঘটনার পর, আলিয়া ভাট মজার ছলে রণবীর ও আমিরের এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ঠাট্টা করেন। তিনি নিজের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে আলিয়াকে আমির ও রণবীরের একটি পোস্টার ধরে থাকতে দেখা গেছে। পোস্টারে লেখা ছিল, 'আলটিমেট ব্লকবাস্টার' এবং এটাও দাবি করা হয়েছে যে দুই তারকা 'স্ক্রিনে সবচেয়ে বড় কমিটমেন্ট' উপহার দিতে চলেছেন।