Advertisment

MS Dhoni: আম্বানির বিয়েতে গোটা প্যারাগ্রাফ, টাটার মৃত্যুতে মুখে শব্দ নেই! বেনজির অভিযোগে চুরমার এবার ধোনিও

MS Dhoni trolled: রতন টাটার মৃত্যুতে মারাত্মক সমালোচনার শিকার ধোনি, কারণ জানলে চমকে উঠবেন

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
MS Dhoni trolled, ধোনি ট্রোলড

MS Dhoni trolled: অনন্ত অম্বানির বিয়েতে নিমন্ত্রিত ছিলেন ধোনি। (ছবি- টুইটার)

Ratan Tata Condolence Message: 'অম্বানির বিয়েতে একটা গোটা প্যারাগ্রাফ লিখেছেন। আর, রতন টাটার মৃত্যুতে একটাও শোকবার্তা পোস্ট করলেন না?'- শিল্পপতি রতন টাটার মৃত্যুর পর এভাবেই নেটিজেনদের প্রশ্নের মুখে পড়লেন ভারতীয় ক্রিকেটের আইকন মহেন্দ্র সিং ধোনি। ধোনি সোশ্যাল মিডিয়া ব্যবহারে বরাবরই তেমন সচল নন। যেমনটা ভারতীয় ক্রিকেটের অনেকেই। কিন্তু, এজন্য অতীতে তাঁকে তেমন সমালোচনার মুখে পড়তে হয়নি। কিন্তু, এবার তিনি ট্রোলিংয়ের শিকার হলেন।

Advertisment

ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় মুখ ধোনি ২০১৯-এ শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আইপিএলেই তাঁকে ২২ গজে যেটুকু দেখা যায়। চেন্নাই সুপার কিংস (সিএসকে) কিংবদন্তি সচরাচর সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন না। যদি করেন, তো সেটা খুবই বিরল একটা ঘটনা। অতীতে বহু বড় ঘটনা ঘটলেও ধোনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা থেকে বিরত থেকেছেন। তবে, সেনিয়ে তেমন কোনও ট্রোলিংয়ের কথা শোনা যায়নি। 

ধোনি রাধিকা মার্চেন্ট এবং অনন্ত অম্বানির বিয়েতে উপস্থিত ছিলেন। সেনিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন। ফলে, সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় তাঁর যেন ঘুম থেকে জেগে ওঠার মতই ছিল। তারপর আবার যথারীতি সোশ্যাল মিডিয়া থেকে তিনি দূরে সরে গিয়েছেন। ফলে, বিরাট কোহলির সোশ্যাল মিডিয়ায় যে বিপুল সংখ্যক ফ্যান ও ফলোয়ার, ধোনির অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা তার চেয়ে অনেক কম।

কিন্তু, সেই ধোনিই সোশ্যাল মিডিয়ায় রতন টাটার ব্যাপারে চুপ কেন, এবার তা নিয়ে প্রশ্ন উঠল। রতন টাটা ভারতীয় সমাজজীবনের সর্বক্ষেত্রে জড়িত ছিলেন। ক্রীড়া দুনিয়াতেও টাটাদের বিরাট ভূমিকা আছে। শচীন তেন্ডুলকার থেকে সৌরভ গাঙ্গুলিদের মত অনেক খেলোয়াড়ই তাই রতন টাটার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। কিন্তু, ধোনিকে তেমনটা কিছু করতে নেটিজেনরা দেখতে পাননি। তাঁরা যে সেদিকে রীতিমতো নজর রেখেছেন, সেটাই বোঝা গেল ধোনিকে ট্রোলিংয়ের পর। 

আরও পড়ুন- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেরার সেরা সিরিজেই ভারত নেতা-হারা! বড় দুঃসংবাদের ঢেউয়ে তোলপাড় টিম ইন্ডিয়া

বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতীয় ঘরোয়া ক্রিকেটে ঘোরাফেরা করছে, তা হল- ধোনি কী আগামী মরশুমে আইপিএলে খেলবেন? সেনিয়ে ধোনি নিজেও এখনও পর্যন্ত তেমন কোনও উচ্চবাচ্য করেননি। এমনকী, সিএসকে সিইও কাসি বিশ্বনাথন সংবাদমাধ্যমকে বলেছেন, 'আমরা ব্যাপারটা নিয়ে নিশ্চিত নই। এখনও এনিয়ে কিছু আলোচনা হয়নি। তাই বলতেও পারব না। ধোনি আমেরিকায় ছিল। আমাদের সঙ্গে কোনও কথা হয়নি। আমি নিজেও সফরে আছি। আগামী সপ্তাহে কিছু আলোচনা হলেও হতে পারে। কিছু হলে তখন জানা যাবে। তবে, আমরা ওঁর খেলার ব্যাপারে আশাবাদী। কিন্তু, সেটা ধোনিকেই ঠিক করতে হবে।'  

MS DHONI ratan tata Trolling Death
Advertisment