Advertisment

Rohit Sharma: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেরার সেরা সিরিজেই ভারত নেতা-হারা! বড় দুঃসংবাদের ঢেউয়ে তোলপাড় টিম ইন্ডিয়া

Rohit Sharma to miss Border Gavaskar Trophy: অস্ট্রেলিয়ার বিপক্ষে নভেম্বরেই ভারত খেলবে বর্ডার গাভাসকার সিরিজ। তার আগেই বড় দুসংবাদ ধাওয়া করল টিম ইন্ডিয়াকে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Ramiz Raja, Team India, রামিজ রাজা, টিম ইন্ডিয়া,

Team India: ভারতীয় দলের খেলোয়াড়রা । (ফাইল ছবি)

Rohit Sharma, India vs Australia test series: অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের কাছে দুঃসংবাদ। বর্ডার-গাভাসকার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম দুটি টেস্ট-এর একটিতে না-ও থাকতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। এমনটাই খবর প্রকাশিত হয়েছে। 'ব্যক্তিগত কারণ'-এ রোহিত ওই টেস্ট থেকে বাদ পড়তে পারেন বলেও জানা গিয়েছে। ভারত, চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলবে। যার মধ্যে প্রথম দুটি টেস্ট-এর একটিতে রোহিত না-ও থাকতে পারেন। তবে, টিম ইন্ডিয়ার কাছে সুখের ব্যাপার এটাই যে, এই সিরিজের ইতিহাসটা এখনও পর্যন্ত ভারতের পক্ষেই। ভারত সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে বর্ডার-গাভাসকার ট্রফি জিতেছে। অস্ট্রেলিয়া ২০১৪-১৫ থেকে ওই ট্রফি জিততে পারেনি।

Advertisment

সংবাদ সংস্থা পিটিআইয়ের মতে, রোহিত বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) জানিয়েছেন যে, 'ব্যক্তিগত কারণে' তিনি 'সিরিজের প্রথম দুটি টেস্ট-এর একটি'-তে না-ও খেলতে পারেন। প্রথম টেস্ট পার্থ-এ ২২ নভেম্বর শুরু হবে। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় টেস্ট খেলা হবে গোলাপি বলে। ওই টেস্ট দিনের পাশাপাশি রাতেও খেলা হবে। শুরু হবে ৮ ডিসেম্বর। শেষ হবে ১০ ডিসেম্বর। 

এই পরিস্থিতিতে সংবাদ সংস্থা পিটিআই বিসিসিআই-এর একটি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, 'যদি সিরিজ শুরুর আগে রোহিতের ব্যক্তিগত ব্যাপারটা সমাধান হয়ে যায়, তাহলে তিনি পাঁচ টেস্টই খেলতে পারেন। সেটা পরে জানা যাবে।' বিসিসিআই সূত্রে খবর, রোহিত কোনও ম্যাচ না খেললে তাঁর জায়গায় দলে ঢুকতে পারেন অভিমন্যু ইশ্বরন। অভিমন্যু এখন ফর্মে আছেন। তিনি ভারতীয় এ দলের নেতা হিসেবে অস্ট্রেলিয়ায় সেই সময় থাকবেন। এই পরিস্থিতিতে রোহিত পার্থ বা অ্যাডিলেড টেস্ট খেলতে না পারলে তাঁর জায়গায় শুভমান গিল, কেএল রাহুল বা যশস্বী জয়সওয়ালের মধ্যে কেউ একজন ওপেন করবেন। 

আরও পড়ুন- সকলের সামনেই বাবরকে মারাত্মক অপমান আফ্রিদির! দুই তারকার সংঘাতে বেনজির দৃশ্য ইংল্যান্ড টেস্টে, দেখুন

তবে, বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রতিক দুই ম্যাচের সিরিজে ভারতীয় দলে সহ-অধিনায়ক না থাকায় অস্ট্রেলিয়ায় রোহিতের অনুপস্থিতিতে ভারতীয় দলের অধিনায়কত্ব কে করবেন, তা নিয়ে ধন্দ রয়েছে। সাম্প্রতিক সময়ে রোহিতের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রিত বুমরাহ ও কেএল রাহুল। অস্ট্রেলিয়া সফরের জন্য আপাতত, তিনজনের কথা বোর্ডের মাথায় আছে। তাঁরা হলেন- রোহিতের সাদা বলের ফরম্যাটে সহ-অধিনায়ক শুভমান গিল, ভারতীয় দলের বোলিংয়ের মুখ জসপ্রিত বুমরাহ ও উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ।

Rohit Sharma Test cricket Indian Cricket Team Australia Cricket Team
Advertisment