Advertisment

CSK vs SRH Preview: শক্তি বাড়ছে ধোনির দলের, চোট সারিয়ে ফিরছেন রায়ডু

কেমন হবে চেন্নাইয়ের প্রথম একাদশ? জানুন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

উদ্বোধনী ম্যাচ ধামাকেদার হলেও তারপর ভাগ্য সঙ্গ দেয়নি। পরপর দুই ম্যাচে হেরে লিগ টেবিলের লাস্ট বয় এখন ধোনির চেন্নাই। কিন্তু সুখবর রয়েছে সিএসকে ফ্যানদের জন্য। চোট সারিয়ে ফের প্রথম একাদশে ফিরছেন প্রথম ম্যাচের নায়ক আম্বাতি রায়ডু। সেইসঙ্গে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দলে ঢুকতে পারেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্রাভো। চেন্নাইয়ের সিইও কে এস বিশ্বনাথন জানিয়েছেন, রায়ডু ও ব্রাভো দলে ঢুকতে পারেন। রায়ডু ফিরলে টপ অর্ডারে শক্তি বাড়বে বলে মত বিশেষজ্ঞদের।

Advertisment

রায়ুডু প্রথম একাদশে ঢুকলে বাদ পড়তে পারেন অফ ফর্মে থাকা মুরলী বিজয়। টপ অর্ডারে শেন ওয়াটসনের সঙ্গে রায়ডু জুটি বেঁধে কামাল দেখাতে পারেন বলে আশা চেন্নাই শিবিরের। কেদার যাদবের বিশ্রী ফর্ম চিন্তায় রেখেছে ধোনিকে। তাঁর জায়গায় ব্রাভোকে খেলানো হতে পারে। গত কয়েক ম্যাচে ভাল ফর্মে থাকা স্যাম কুরান এই ম্যাচেও থাকতে পারেন। গত দুই ম্যাচে রায়ডুর অভাব ভুগেছে ধোনির দল। ব্যাটিং অর্ডারের খারাপ পারফরম্যান্সের জেরে পরপর দুই ম্যাচ হারতে হয়েছে চেন্নাইকে। তাই রায়ডু কবে দলে ফিরবেন সেই আশায় বুক বাঁধছিলেন সিএসকে ফ্য়ানরা।

আরও পড়ুন IPL 2020: ফের বিতর্কে ধোনির চেন্নাই, জৈব সুরক্ষা বলয় ভাঙলেন তারকা ক্রিকেটার

এদিকে, হায়দরাবাদও আইপিএলে খুব একটা ভাল জায়গায় নেই। লিগ টেবিলে ঠিক চেন্নাইয়ের উপরেই রয়েছে সানরাইজার্সরা। ব্যাটিং ঠিকঠাক থাকলেও বোলিং নিয়ে চিন্তায় আছে কেন উইলিয়ামসনরা। দুবাইয়ের স্লো পিচে চেন্নাইয়ের দুই অস্ত্র জাডেজা ও চাওলাকে চিন্তায় রয়েছে হায়দরাবাদ। তবে তাদের তূনে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার রশিদ খান রয়েছে। তাই স্পিন অ্যাটাকই বড় ভরসা সানরাইজার্সদের।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL CSK Ambati Rayudu
Advertisment