Advertisment

গ্যালারির টিটকিরি আর বাউন্ডারির অটোগ্রাফই ব্রিস্টলে সাক্ষী থাকল ওয়ার্নারের

শনিবার স্মিথের দুরন্ত হাফ-সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়া সাত উইকেটে আফগানিস্তানকে হারিয়েছে। গ্যালারি থেকে যেমন টিটকিরি উড়ে এল ঠিক তেমনই বাউন্ডারি লাইনের বাইরে ওয়ার্নারকে বিলোতে হল অটোগ্রাফ আর সেলফি।

author-image
IE Bangla Web Desk
New Update
Amid boos, David Warner obliges for autographs, selfies during Afghanistan clash

গ্যালারির টিটকিরি আর বাউন্ডারির অটোগ্রাফই ব্রিস্টলে সাক্ষী থাকল ওয়ার্নারের (ছবি-টুইটার/আইসিসি)

ICC Cricket World Cup 2019 : সাউদ্যাম্পটনে ইংল্যান্ডের সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নার যে ঘটনার সাক্ষী ছিলেন, সেই ঘটনাই ঘটল ব্রিস্টলে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের সরকারি ম্যাচেও। তাঁদের উদ্দেশে টিটকিরি অব্য়াহত।

Advertisment

এক বছরের নির্বাসন কাটিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নার। হলুদ জার্সিতে তাঁদের প্রত্যাবর্তন মেনে নিতে পারেননি ব্রিটিশ ফ্যানেরা। গ্য়ালারি থেকে তাঁদের টিটকিরি দেওয়া হচ্ছে ক্রমাগত। মাঝেমধ্যেই স্মিথ-ওয়ার্নার বিরোধী কথাও শোনা যাচ্ছে।



আরও পড়ুন: England vs Australia Warm-up match: গ্যালারির টিটকিরি, শুনতে হল প্রতারকও, সেঞ্চুরিতে জবাব স্মিথের

গত শনিবার স্মিথের দুরন্ত হাফ-সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়া সাত উইকেটে আফগানিস্তানকে হারিয়েছে। গ্যালারি থেকে যেমন টিটকিরি উড়ে এল ঠিক তেমনই বাউন্ডারি লাইনের বাইরে ওয়ার্নারকে বিলোতে হল অটোগ্রাফ আর সেলফি। আইসিসি-র অফিসিয়াল টুইটার থেকে সেই ছবি পোস্ট করা হয়েছে।

সেদিন সাউদ্যাম্পটনে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন স্মিথ। ব্রিটিশ বোলারদের শাসন করেছিল তাঁর ব্য়াট। ম্যাচের পর স্মিথ বলছিলেন, “প্রত্যেকের মতামত দেওয়ার স্বাধীনতা রয়েছে। তাঁরা কীভাবে মানুষের সঙ্গে ব্যবহার করবে সেটা তাদের ব্যাপার। আমি যখন খেলার মাঝে থাকি আমি দর্শকদের নিয়ে ভাবি না, তাঁরা কী বলছে এসব নিয়ে চিন্তা করি না। আশা করছি বিশ্বকাপে এই ফর্ম ধরে রাখতে পারব”। ওয়ার্নার আফগানিস্তান ম্যাচের পর গ্যালারির টিটকিরি নিয়ে কিছু বলেননি। তিনি বুঝিয়ে দিয়েছেন চ্য়াম্পিয়নরা এভাবেই মাঠে উত্তর দেয়, মুখে না।

Australia David Warner Cricket World Cup
Advertisment