Advertisment

ধোনির গলা নকল করে জালিয়াতি, ধরা পড়লেন দেশের ক্রিকেটার

গলা নকল করতে ওস্তাদ তিনি। মুহূর্তেই মধ্যেই যেকোনও ব্যক্তির কণ্ঠ নকল করতে পারদর্শী নাগারাজু। এভাবেই জালিয়াতি করতেন অন্ধ্রের হয়ে রঞ্জি খেলা ক্রিকেটার।

author-image
IE Bangla Web Desk
New Update
ms dhoni

এভাবেও জালিয়াতি সম্ভব, দেখালেন রঞ্জি ক্রিকেটার (ফেসবুক)

মহেন্দ্র সিং ধোনি হোক বা নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ! গলা নকল করায় ওস্তাদ ছিলেন তিনি। অন্ধ্রপ্রদেশের ক্রিকেটার বুদুমুরু নাগারাজু-র দক্ষতা সত্যিই অবাক করার মতো। তবে এই দক্ষতাই যে তাঁকে হাজতে পাঠানোর মতো পরিস্থিতি তৈরি করবে, তা কে জানত। আসলে গলার স্বর নকল করে তিনি দিনের পর দিন জালিয়াতি করে গিয়েছেন।

Advertisment

আদতে বুদুমুরু নাগারাজু একজন প্রতিশ্রুতিমান ক্রিকেটার। অন্ধ্রপ্রদেশের হয়ে নিয়মিত রঞ্জি খেলতেন একসময়। ২০১৪ সালে শেষবার খেলেছেন তিনি। এর আগে ২০১১ সালে দক্ষিণ জোন ও ২০১৩ সালে সেন্ট্রাল জোনের হয়েও ঘরোয়া ক্রিকেটে অংশ নিয়েছেন তিনি। পাশাপাশি, ৮২ ঘণ্টা টানা নেটে ব্যাটিং করে গিনেস রেকর্ডও গড়েছিলেন। তবে জানা গিয়েছে, প্রতিশ্রুতিমান ক্রিকেটার হলেও সহজেও বিলাসবহুল জীবন-যাপনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। সেখান থেকেই নৈতিক অধঃপতন।

IPL 2019: টুর্নামেন্টের প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য সেঞ্চুরি করলেন ‘চিন্না থালা’

বিজয়ওয়াড়া পুলিশের তরফে নাগারাজুর প্রসঙ্গে জানানো হয়েছে, নাগারাজু প্রতিশ্রুতিমান ক্রিকেটার হওয়ায় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে স্পনসরশিপ পেতে শুরু করেছিলেন। তারপরে ক্রমশ বাইশ গজের দুনিয়ায় অতীত হয়ে যান তিনি। এক ব্য়ক্তির কাছ থেকে মহেন্দ্র সিং ধোনি-র গলা নকল করে অ্যাকাডেমির খোলার কথা বলে বিশাল অঙ্কের অর্থ হাতিয়ে নেন তিনি। সেই ব্যক্তি গোপাল পুলিশে অভিযোগ জানান সম্প্রতি।

শুধু ধোনি-ই নন, জাতীয় দলের নির্বাচক প্রধান এমএসকে প্রসাদের গলার স্বর নকল করেছিলেন। বেশ কয়েকটি অনুষ্ঠানে নির্বাচক প্রধানের সঙ্গে হাজির ছিলেন তিনি। তারপরেই রামকৃষ্ণ হাউজিং থেকে প্রায় ৪ লক্ষ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ।

তারপরেই ধরা পড়েন তিনি। ইতিমধ্যেই বিজয়ওয়াড়া সিটি পুলিশ হেফাজতে নিয়েছে নাগারাজুকে। তার বিরুদ্ধে আর্থিক জালিয়াতির মামলাও করা হয়েছে। কতদিনে তিনি শ্রীঘরে ঢোকেন, সেটাই আপাতত দেখার।

cricket Andhra Pradesh
Advertisment