Advertisment

ভারতের বিপক্ষে খেলতে নিমরাজি কেকেআরের রাসেল! 'ফল' মিলল হাতেনাতেই

আইপিএলে কেকেআরের জার্সিতে আগুন জ্বালিয়েছিলেন কয়েকমাস আগেই। তবে বিশ্বকাপে সুবিধা করতে পারেননি তারকা অলরাউন্ডার। চোট পেয়ে বিশ্বকাপ অভিযান গ্রুপ পর্ব খতম হওয়ার আগেই রাসেল ছিটকে গিয়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
andre russell

আইপিএলের ফর্মে ধরে রাখতে পারছেন না রাসেল (আইপিএল ওয়েবসাইট)

ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচ থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে। বোর্ডকে জানিয়েছিলেন, অস্ত্রোপচার হওয়া হাঁটুতে তাঁর এখনও সমস্যা রয়েছে। তবে রাসেল ভারত সিরিজকে 'না' বললেও, দিব্যি খেললেন কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে। ভ্যাঙ্কুভার নাইটসের হয়ে এডমান্টন রয়্যালসের বিপক্ষে খেললেও তিনি অবশ্য সুবিধা করতে পারলেন না। আউট হয়ে গেলেন রানের খাতা না খুলেই।

Advertisment

আইপিএলে কেকেআরের জার্সিতে আগুন জ্বালিয়েছিলেন কয়েকমাস আগেই। তবে বিশ্বকাপে সুবিধা করতে পারেননি তারকা অলরাউন্ডার। চোট পেয়ে বিশ্বকাপ অভিযান গ্রুপ পর্ব খতম হওয়ার আগেই রাসেল ছিটকে গিয়েছিলেন। তারপরে চোট সারিয়ে ফিরে এসেছেন তিনি। তবে জাতীয় দলের জার্সিতে নয়, কানাডার ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে। সেখানেই এবার শোচনীয় ব্যর্থ তিনি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছে তাঁকে।

আরও পড়ুন ফ্লোরিডায় ধোনি হয়ে উঠলেন পন্থ! প্রশংসায় পঞ্চমুখ কোহলি

কোহলির জন্যই হার ভারতের! টিম ইন্ডিয়ার কোচের আঙুল সরাসরি ক্যাপ্টেনের দিকে

সেখানের ম্যাচেই ভ্যাঙ্কুভার নাইটসের হয়ে খেলতে নেমে প্রথম বলেই বেন কাটিংয়ের বলে সরাসরি বোল্ড হয়ে যান। তবে রাসেলের খারাপ ফর্ম কোনও প্রভাবই ফেলল না ম্যাচে। কারণ, ক্রিস গেইলের মারকাটারি ৪৪ বলে ৯৪ রানের দৌলতে নাইটসরা ম্যাচ জিতল ৬ উইকেট হাতে রেখে।

জানা গিয়েছে, ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে ১৪ জনের স্কোয়াডে রাখা হয়েছিল কেকেআরের তারকাকে। যদিও ফিটনেসের শর্তসাপেক্ষে দল ঘোষণা করা হয়েছিল। টি টোয়েন্টি লিগ খেলা চলাকালীনই রাসেল দেশের নির্বাচন মণ্ডলীকে জানিয়েছিলেন, তাঁর হাঁটুর চোট পুরোপুরি সেরে না ওঠায় ভারতের বিপক্ষে খেলতে পারবেন না। বিশ্বকাপে চোট পাওয়ার পরে ক্যারিবিয়ান দলে পরিবর্ত হিসেবে দেখা গিয়েছিল, সুনীল আমব্রিসকে। ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে রাসেলের পরিবর্ত হচ্ছেন জেসন মহম্মদ। তিনি এর আগে জাতীয় দলের হয়ে ৯টি আন্তর্জাতিক ম্য়াচ খেলেছেন।

Andre Russell West Indies
Advertisment