Andre Russell Wife: প্রবল দারিদ্র্য থেকে কোটি টাকার ক্রিকেটার! রূপে-গুণে কম যান না KKR তারকার স্ত্রী-ও
Andre Russell life story: ১৯৮৮ সালের ২৯ এপ্রিল, জামাইকায় কিংস্টনে জন্ম নেওয়া আন্দ্রে রাসেলের পরিবারের আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ। তাঁর মা স্যান্ড্রা ডেভিস চেয়েছিলেন ছেলে লেখাপড়া করে একটি ভাল চাকরি করুক।
Andre Russell life story: ১৯৮৮ সালের ২৯ এপ্রিল, জামাইকায় কিংস্টনে জন্ম নেওয়া আন্দ্রে রাসেলের পরিবারের আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ। তাঁর মা স্যান্ড্রা ডেভিস চেয়েছিলেন ছেলে লেখাপড়া করে একটি ভাল চাকরি করুক।
Andre Russell Retirement: দারিদ্র্যের অন্ধকার থেকে উঠে এসে যেভাবে আন্দ্রে রাসেল নিজের স্বপ্নপূরণ করেছেন, তা আজ বহু তরুণের অনুপ্রেরণা
Andre Russell poverty story: স্টার অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell) বুধবার রাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর (Cricketer Retirement) ঘোষণা করেছেন। আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষবারের মতো খেলতে নামবেন তিনি। ছোটবেলা থেকে দারিদ্র্যের মধ্যে বড় হওয়া এই ক্যারিবিয়ান ক্রিকেটার আজ নিজেকে কঠোর পরিশ্রমের জোরে শিখরের চূড়ায় পৌঁছে দিয়েছেন।
Advertisment
পরিবারে অর্থকষ্ট, স্বপ্ন ছিল বড়
১৯৮৮ সালের ২৯ এপ্রিল, জামাইকায় কিংস্টনে জন্ম নেওয়া আন্দ্রে রাসেলের পরিবারের আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ। তাঁর মা স্যান্ড্রা ডেভিস চেয়েছিলেন ছেলে লেখাপড়া করে একটি ভাল চাকরি করুক। কিন্তু রাসেল জানতেন, যদি পরিবারকে সত্যিই সচ্ছল করতে হয়, তবে তাঁকে সফল ক্রিকেটার হতেই হবে।
রাসেলের বাবা মাইকেল রাসেল একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। মা চাননি ছেলে ক্রিকেটে সময় নষ্ট করুক। কিন্তু রাসেল তাঁর মাকে বলেছিলেন, “মা, আমাকে শুধু দু’বছর সময় দাও। যদি সফল না হই, তবে যেটা বলবে সেটাই করব।” মা ছেলের ওপর ভরসা রেখেছিলেন।
২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক
মায়ের দেওয়া সময়ের মধ্যে বড় সাফল্য না এলেও পরিবার বুঝে গিয়েছিল, ছেলেটা কঠোর পরিশ্রম করছে। ২০০৭ সালে জামাইকার হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক হয় রাসেলের। তাঁর বিধ্বংসী ব্যাটিং ও ভয়ঙ্কর পেসে সিলেক্টররা মুগ্ধ হন। আর ২০১০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন তিনি।
Andre Russell Wife: হট মডেল ও ফ্যাশন ইনফ্লুয়েন্সার জেসিম লরার সঙ্গে রাসেলের সম্পর্ক তৈরি হয়
সাফল্য আসার পর আন্দ্রে রাসেলের জীবনে শুধু টাকা নয়, গ্ল্যামারও আসে ঝড়ের গতিতে। হট মডেল ও ফ্যাশন ইনফ্লুয়েন্সার জেসিম লরার সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। ২০১৪ সালে তাঁদের বাগদান হয়, আর ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০২০ সালে তাঁদের কন্যাসন্তান আমায়ার জন্ম হয়। বর্তমানে জেসিম লরার ইনস্টাগ্রামে ৩ লক্ষ ৩৯ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে।
দারিদ্র্যের অন্ধকার থেকে উঠে এসে যেভাবে আন্দ্রে রাসেল নিজের স্বপ্নপূরণ করেছেন, তা আজ বহু তরুণের অনুপ্রেরণা।