Advertisment

নাইট রাইডার্সের বিরুদ্ধে ভুল সিদ্ধান্তের শিকার রাসেল, ব্যাট আছড়ে ফেললেন তারকা

৬৩/৫ হয়ে যাওয়ার পর তিনি মাঠে নামেন। ১৪তম ওভারের তৃতীয় বলেই যত সমস্যার সূত্রপাত। সুনীল নারিনের বল ডিফেন্ড করেছিলেন রাসেল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইপিএলে খেলতে আসার আগেই মেজাজ হারালেন কেকেআর সুপারস্টার আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সেমিফাইনালে রাসেলের জ্যামাইকা তাহলাওয়াস খেলতে নেমেছিল ত্রিনবাগো নাইট রাইডার্সের বিরুদ্ধে।

Advertisment

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে নাইট রাইডার্স টসে জিতে ফিল্ডিং নেয়। তারপর তিন ওভারের মধ্যেই জামাইকা স্কোরবোর্ডে ১০ রান তোলার ফাঁকেই হারিয়ে ফেলে তিন উইকেট। শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়া জামাইকা শিবির আশা করেছিল রাসেল তাদের পক্ষে ম্যাচ ঘুরিয়ে দেবেন।

আরও পড়ুন আইপিএলের সবথেকে সাহসী সিদ্ধান্ত নিলেন ধোনি, কুর্নিশ ক্রিকেট দুনিয়ার

তবে রাসেলও সুবিধা করতে পারেনি। ৬৩/৫ হয়ে যাওয়ার পর তিনি মাঠে নামেন। ১৪তম ওভারের তৃতীয় বলেই যত সমস্যার সূত্রপাত। সুনীল নারিনের বল ডিফেন্ড করেছিলেন রাসেল। তবে ঘূর্ণি বল রাসেলের প্যাডে লেগে স্লিপে ক্যাচ উঠে যায়। ক্যাচ ধরেন ডোয়েন ব্রাভো। আউটের আবেদনে সাড়া দিয়ে দেন আম্পায়ার নাইজেল দুগুইডও।

৫ বলে ২ রান করে ভুল সিদ্ধান্তের শিকার হওয়ায় ৩২ বছরের তারকা ক্রিকেটার নিজের হতাশা গোপন করেননি। প্রবল রাগে পিচেই ব্যাট আছড়াতে থাকেন।

সিপিএলে ডিআরএস সিস্টেম নেই। তারই খেসারত দিতে হল জামাইকা তাহলাওয়াশকে। রাসেল আউট হওয়ার পরই জামাইকা ৬৮/৬ হয়ে যায়। শেষ পর্যন্ত রোবম্যান পাওয়েল এবং কার্লোস ব্রেথওয়েটের লড়াইয়ে শেষ পর্যন্ত জামাইকা ২০ ওভার শেষে ১০৭/৭ করে। সিপিএলের ফাইনাল মঙ্গলবার।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Andre Russell Cpl
Advertisment