Footballer Death: আত্মঘাতী গোলই কাড়ল প্রাণ, গুলিতে ঝাঁঝরা তারকা ফুটবলার

Andrés Escobar: আন্দ্রে এস্কোবারের নাম ফুটবল বিশ্বে একেবারেই অপরিচিত নয়। কলম্বিয়ার এই ফুটবলারকে গুলি করে হত্যা করা হয়েছিল। একটি আত্মঘাতী গোলের কারণেই তাঁকে প্রাণ হারাতে হয়েছিল।

Andrés Escobar: আন্দ্রে এস্কোবারের নাম ফুটবল বিশ্বে একেবারেই অপরিচিত নয়। কলম্বিয়ার এই ফুটবলারকে গুলি করে হত্যা করা হয়েছিল। একটি আত্মঘাতী গোলের কারণেই তাঁকে প্রাণ হারাতে হয়েছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
andres escobar

গুলি করে হত্যা করা হয়েছিল কলম্বিয়ার এই ফুটবলারকে

Footballer Death: আন্দ্রে এস্কোবার সালদারিয়াগা। এই নামটা হয়ত আপনাদের অনেকের কাছেই পরিচিত। কলম্বিয়া ফুটবল দলের এই সেন্টার-ব্যাক একটি আত্মঘাতী গোলের জন্য প্রাণ হারিয়েছিলেন। দুষ্কৃতীরা গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল তাঁর গোটা শরীর। চোখের নিমেষে শোকের ছায়া নেমে এসেছিল গোটা ফুটবল বিশ্বজুড়ে। কী হয়েছিল ঘটনাটি, আসুন সবিস্তারে আলোচনা করা যাক।

Advertisment

সালটা ছিল ১৯৯৪। ফিফা বিশ্বকাপের (FIFA World Cup) আসরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নেমেছিল কলম্বিয়া। আমেরিকান মিডফিল্ডার জন হারকেসের বাড়ানো একটি ক্রস আন্দ্রে এস্কোবারের (Andres Escobar) পায়ে লেগে কলম্বিয়ার জালে জড়িয়ে গিয়েছিল। এই আত্মঘাতী গোলের কারণেই কলম্বিয়া ১-২ গোলে ওই ম্যাচটা হেরে যায়। তার থেকেও বড় কথা, ছিটকে যায় বিশ্বকাপ প্রতিযোগিতা থেকে। যদিও সকলেই একবাক্যে স্বীকার করেছিলেন যে এই ঘটনাটি একেবারেই অনিচ্ছাকৃত ছিল। এস্কোবার ইচ্ছাকৃতভাবে বলটিতে পা ঠেকাননি।

Footballer Death News: মাত্র ২১ বছর বয়সেই সব শেষ! সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তারকা ফুটবলার

দুষ্কৃতীদের গুলিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন এস্কোবার

Advertisment

যদিও এই অনিচ্ছাকৃত ভুলই শেষপর্যন্ত তাঁর প্রাণ কেড়ে নিয়েছিল। বিশ্বকাপ থেকে কলম্বিয়া বিদায় নেওয়ার ৫ দিন পর ফুটবলবিশ্বে নেমে এল সেই কালো অধ্যায়। বন্ধুদের সঙ্গে তাঁর শহর মেডেলিনে পানশালায় গিয়েছিলেন। আর সেখানেই ঘটল দুর্ঘটনা। সূত্রের খবর, ভোর তিনটে নাগাদ তিনি পানশালা থেকে বেরিয়ে আসেন। পার্কিং লটে এসে নিজের গাড়িতে এসে বসেন। আর সেখানেই ঘটে বিপত্তি! পার্কিং লটেই তিনজন দুষ্কৃতী আচমকা তেড়ে আসেন। প্রথমে তারা এস্কোবারের সঙ্গে প্রচন্ড ঝামেলা এবং তর্কাতর্কি করে। এই ঝামেলা চলাকালীন আচমকাই দুজন পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করেন। এরপর এস্কোবারকে লক্ষ্য় করে পরপর ৬ রাউন্ড গুলি চালানো হয়। সূত্রের খবর, এই ঝামেলার সময় আততায়ীরা নাকি 'গোল'-'গোল' করে চিৎকারও করছিলেন। মাত্র ২৭ বছর বয়সেই শেষ হয়ে গিয়েছিল কলম্বিয়ার এই উদীয়মান ফুটবলারের স্বপ্ন। ঢলে পড়েছিলেন মৃত্যুর কোলে।

Footballer Death: মাত্র ৩৬ বছরেই ক্যানসার কাড়ল প্রাণ, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তারকা ফুটবলার

দেখে নিন, সেই আত্মঘাতী গোলের ভিডিও:

এরপর এস্কোবারকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা হয়েছিল। কিন্তু, কোনও লাভ হয়নি। ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন কলম্বিয়ার এই তরুণ ফুটবলার। ফুটবল বিশ্বে 'দ্য জেন্টলম্যান' নামে খ্যাত ছিলেন আন্দ্রে এস্কোবার সালদারিয়াগা। সমর্থকরা আজও মনে করেন, ওই আত্মঘাতী গোলের কারণেই তাঁকে খুন করা হয়েছিল। এই ঘটনায় কাস্ত্রো মুনোজ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে ৪৩ বছর কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। এই ঘটনায় বিশ্ব ফুটবল দরবারে কলম্বিয়া যে কলঙ্কিত হয়েছিল, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

FIFA World Cup Andres Escobar Footballer Death