Footballer Death: মাত্র ৩৬ বছরেই ক্যানসার কাড়ল প্রাণ, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তারকা ফুটবলার

British Footballer Joe Thompson Passed Away: মাত্র ৩৬ বছর বয়সে প্রাণ হারালেন এক তরুণ ফুটবলার। দীর্ঘদিন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার শেষ পর্যন্ত হার মানলেন তিনি।

British Footballer Joe Thompson Passed Away: মাত্র ৩৬ বছর বয়সে প্রাণ হারালেন এক তরুণ ফুটবলার। দীর্ঘদিন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার শেষ পর্যন্ত হার মানলেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Joe Thompson death

Joe Thompson Death: ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন তরুণ ব্রিটিশ ফুটবলার

Footballer Joe Thompson Death News: ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে শেষপর্যন্ত মারা গেলেন এর ব্রিটিশ ফুটবলার। নাম জো থম্পসন। বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর।

Advertisment

থম্পসনের স্ত্রী শ্যান্টেল এই মর্মে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। সেখানেই তিনি লিখেছেন যে গত ১৭ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই ব্রিটিশ ফুটবলার। সূত্রের খবর, মোট তিনবার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন।

Footballer Death: মাঠেই নিলেন শেষ নিঃশ্বাস, মারা গেলেন জনপ্রিয় ফুটবলার

আবেগঘন বার্তা স্ত্রী শ্যান্টেলের

Advertisment

থম্পসনের একটি ছবি পোস্ট করে শ্যান্টেল লিখেছিলেন, 'বৃহস্পতিবার ভোরবেলা আমাদের সাহসী জোয়ি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মৃত্যুর সময় ও নিজের বাড়িতেই ছিল। এটাই ছিল ওর শেষ ইচ্ছে। এই দুনিয়া ছেড়ে যাওয়ার সময় ওর পাশে পরিবারের সকলেই উপস্থিত ছিলেন।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'অনেকের জীবনে জো-য়ের অপরিসীম প্রভাব রয়েছে। ওর কাছে আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে ও ভরসার শক্ত খুঁটি হয়ে দাঁড়িয়ে থাকত। একজন স্বামী, ছেলে, ভাই, বন্ধু এবং বাবা হিসেবে প্রত্যেকটা কর্তব্য ও পালন করেছে। আশা করি, ওর প্রাণশক্তিতে ভর করেই আমাদের মেয়েরা বড় হয়ে উঠবে। জো ওদের যতটা ভালবাসত, আমিও প্রতিদিন ততটাই ভালবাসা দিয়ে ওদের ভরিয়ে তুলব।'

Footballer Death: কাঁদিয়ে চলে গেলেন ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার, ময়দানে নামল শোকের ছায়া

একনজরে থম্পসনের কেরিয়ার

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইংল্যান্ডের বাথ অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন জো থম্পসন। মাত্র ৯ বছর বয়সে ভর্তি হয়েছিলেন ম্য়ানচেস্টার ইউনাইটেড (Manchester United) অ্যাকাডেমিতে। বেশ কয়েকটি পেশাদার ফুটবল দলের সঙ্গে খেলেছেন তিনি। এরমধ্যে অন্যতম হল ট্রানমেয়ার রোভার্স, কার্লিসল ইউনাইটেড, সাউথপোর্ট এবং বিউরি। জীবনের শেষ অধ্যায়ে তাঁকে রশডেল ক্লাবের হয়ে খেলতে দেখা গিয়েছিল।

Footballer Death Manchester United