Andrew Flintoff's son: বাবার পর ছেলেও খেলবে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে, ইংল্যান্ড টিমে শামিল তারকা-পুত্র

England Lions Squad Announced: রকি ফ্লিনটফ এই বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় ‘এ’ দলের অংশ ছিলেন এবং প্রথম শ্রেণির পাঁচটি ম্যাচ খেলেছেন। নীচের ব্যাটিং অর্ডারে থাকা এই তরুণ ব্যাটসম্যান ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন।

England Lions Squad Announced: রকি ফ্লিনটফ এই বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় ‘এ’ দলের অংশ ছিলেন এবং প্রথম শ্রেণির পাঁচটি ম্যাচ খেলেছেন। নীচের ব্যাটিং অর্ডারে থাকা এই তরুণ ব্যাটসম্যান ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Andrew Flintoff: ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফের ১৭ বছর বয়সী ছেলে রকি ফ্লিনটফ ইংল্যান্ড লায়ন্স টিমে সুযোগ পেয়েছেন

Andrew Flintoff: ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফের ১৭ বছর বয়সী ছেলে রকি ফ্লিনটফ ইংল্যান্ড লায়ন্স টিমে সুযোগ পেয়েছেন

Andrew Flintoff's son in England Lions Squad: ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফের (Andrew Flintoff) ১৭ বছর বয়সী ছেলে রকি ফ্লিনটফ ও ফিট হয়ে ওঠা পেসার ক্রিস ওকস ইংল্যান্ড লায়ন্স (England Lions) দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন। তাঁরা ভারত ‘এ’ দলের বিরুদ্ধে ঘরের মাঠে চার দিনের দুটি ম্যাচ খেলবেন। সিরিজ শুরু হবে ৩০ মে ক্যান্টারবারিতে, আর দ্বিতীয় ম্যাচ ৬ জুন থেকে নর্থ্যাম্পটনে হবে।

Advertisment

এই সিরিজ ইংল্যান্ডে আসন্ন পাঁচ টেস্টের ভারত বনাম ইংল্যান্ড সিরিজের আগে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি পর্ব হিসেবে কাজ করবে।

রকি ফ্লিনটফের উত্থান ও ওকসের প্রত্যাবর্তন

রকি ফ্লিনটফ এই বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় ‘এ’ দলের অংশ ছিলেন এবং প্রথম শ্রেণির পাঁচটি ম্যাচ খেলেছেন। লোয়ার ব্যাটিং অর্ডারে থাকা এই তরুণ ব্যাটসম্যান ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন।

Advertisment

আরও পড়ুন দিনরাত ডুুবে থাকতেন পার্টিতে, এখন ছুঁয়েও দেখেন না মদ, এক রাতেই বদলে গেল ইংল্যান্ড তারকার জীবন

অন্যদিকে, অভিজ্ঞ পেসার ক্রিস ওকস ভারতের বিরুদ্ধে আসন্ন ২০ জুন থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন। যদিও টাখনির চোটের কারণে তিনি জিম্বাবোয়ের বিরুদ্ধে ইংল্যান্ডের একমাত্র টেস্টে সুযোগ পাননি।

দুই ভাই একসঙ্গে ইংল্যান্ড লায়ন্সে

লেগ স্পিনার রেহান আহমেদ ও তার ছোট ভাই ফরহান আহমেদ এবার ইংল্যান্ড লায়ন্স দলে একসঙ্গে জায়গা পেয়েছেন। এছাড়াও পেসার অজিত সিং ডেল স্কোয়াডে স্কোয়াডে ঢুকেছেন।

ইংল্যান্ড ‘এ’ দল:

জেমস রেভ (ক্যাপ্টেন), ফরহান আহমেদ, রেহান আহমেদ, সোনি বেকার, জর্ডান কক্স, রকি ফ্লিনটফ, এমিলিও গে, টম হেইন্স, জর্জ হিল, জোশ হুল, এডি জ্যাক, বেন ম্যাকিনি, ড্যান মুসলি, অজিত সিং ডেল, ক্রিস ওকস

ভারত ‘এ’ দল:

অভিমন্যু ঈশ্বরন (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক, উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, শার্দুল ঠাকুর, ঈশান কিশান (উইকেটকিপার), মানব সুতার, তনুষ কোটিয়ান, মুকেশ কুমার, আকাশ দীপ, হর্ষিত রানা, অংশুল কম্বোজ, খলিল আহমেদ, রুতুরাজ গায়কোয়াড়, সরফরাজ খান, তুষার দেশপান্ডে, হর্ষ দুবে।

England Cricket Team