England captain Ben Stokes alcohol free lifestyle: কয়েক বছর আগেও মদ ছাড়া তাঁর দিন চলত না। দেদার পার্টিতে মত্ত থাকতেন। পার্টিতে ছুটত মদের ফোয়ারা। সেই মানুষই এখন মদ ছুঁয়েও দেখেন না। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সঙ্গে অ্যাশেজ সিরিজ আর তার আগে ভারতের সঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য কঠোর জীবনযাপন করছেন ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস। দুই কঠিন সিরিজের আগে মদ পুরোপুরি ছেড়ে দিয়েছেন বেন স্টোকস। পেশির চোটের কারণে রিহ্যাবে রয়েছেন স্টোকস। তাঁর আশা, এইভাবে দ্রুত চোট সেরে উঠবে এবং তিনি সুস্থ হয়ে উঠবেন।
গত বছর হয় সার্জারি
৩৩ বছরের বেন স্টোকস নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের সময় চোট পান। এর পর গত ডিসেম্বর মাসে বাঁ পায়ে পেশির চোটের কারণে সার্জারি করান। যে কারণে তিনি দীর্ঘ সময় ধরে ক্রিকেটের বাইরে রয়েছেন।
এক রাতেই বদলে যায় সবকিছু
স্টোকস একটি পডকাস্টে বলেছেন, 'জীবনের প্রথম বড় চোট পাওয়ার পর সেই আতঙ্ক তাড়া করে বেড়াত। তখন আমি ভাবতাম কীভাবে আবার সব ঠিক হয়ে যাবে। চার-পাঁচ রাত আগেই মদ খেয়েছিলাম, এটার কোনও প্রভাব পড়তে পারে কি? এতে কোনও লাভ হবে না বুঝতে পারি, তখন ঠিক করি যেভাবে চলছি সেটা পাল্টাতে হবে।'
আরও পড়ুন ভয়ঙ্কর সিদ্ধান্ত ম্যাককালামের! ইন্ডিয়ার সঙ্গে সিরিজের আগেই ইংল্যান্ড টিমে উথাল-পাথাল
২ জানুয়ারি থেকে মদ ছুঁয়ে দেখেননি
বেন স্টোকসের গত বছর পায়ের মাংসপেশিতে চোট লাগে এবং নিউজিল্যান্ড সিরিজের সময় আবার চোট পান তিনি। স্টোকস বলেছেন, 'আমার মনে হয় না এর থেকে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারব। কিন্তু আমি ২ জানুয়ারি থেকে আর মদ খাইনি। আমি নিজেকে বললাম, যতক্ষণ না আমি আমার চোট পুরোপুরি সারিয়ে তুলছি আর মাঠে না নামছি, আমি আর মদ খাব না।'
আরও পড়ুন রিংকু সিংকে চড় মেরে বিতর্কে, এবার আম্পায়ারের সঙ্গে পাঙ্গা কুলদীপের, কী হয়েছে পুরো ঘটনা?
ভারতের সঙ্গে টেস্ট সিরিজ তার পর অ্যাশেজ
২০ জুন থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম ভারত পাঁচ টেস্টের সিরিজ। এর পর ২১ নভেম্বর থেকে বহু প্রতীক্ষিত অ্যাশেজ সিরিজ শুরু হবে। এই সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট হবে সিডনিতে ২০২৬ সালের ৪ জানুয়ারি।