আবার অস্ত্রোপচার অ্যান্ডি মারের

কোমরের যন্ত্রণায় খেলাটাই ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন প্রাক্তন এক নম্বর ব্রিটিশ খেলোয়াড়। কেরিয়ার দীর্ঘায়িত করার জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলেন মারে।

কোমরের যন্ত্রণায় খেলাটাই ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন প্রাক্তন এক নম্বর ব্রিটিশ খেলোয়াড়। কেরিয়ার দীর্ঘায়িত করার জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলেন মারে।

author-image
IE Bangla Web Desk
New Update
Andy Murray undergoes hip resurfacing surgery

আবার অস্ত্রোপচার অ্যান্ডি মারের (ছবি-ইনস্টাগ্রাম)

খুব বেশিদিন আগের কথা নয়। সদ্য়সমাপ্ত অস্ট্রেলিয়ান ওপেনেই অবসেরর ইঙ্গিত দিয়েছিলেন অ্যান্ডি মারে। কোমরের যন্ত্রণায় খেলাটাই ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন প্রাক্তন এক নম্বর ব্রিটিশ খেলোয়াড়। কেরিয়ার দীর্ঘায়িত করার জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিলেন মারে। কোমরের অসহ্য ব্যথার থেকে মুক্তি পেতে হিপ রিসারফেসিং সার্জারি করালেন তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী টেনিস খেলোয়াড়।

Advertisment

মঙ্গলবার হাসপাতালের বিছানায় শুয়ে নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন মারে। তিনি লিখলেন, “গতকাল সকালে  লন্ডনে আমার হিপ রিসারফেসিং সার্জারি হয়েছে। এখন ক্ষত আর যন্ত্রণা রয়েছে। আশা করছি আমার কোমরের যন্ত্রণা থেকে মুক্তি পাব। আমার এখন মেটালের হিপ বসেছে।

আরও পড়ুন: সেরেনার ক্যাটস্যুট নিষিদ্ধ টেনিস কোর্টে, কিন্তু কীভাবে উঠে এল এই পোশাক?

Advertisment

আসন্ন উইম্বলডনকেই পাখির চোখ করেছেন মারে। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই হারতে হয়েছিল তাঁকে। স্পেনের রবার্তো বাতিস্তার সঙ্গে দুর্দান্ত লড়েও শেষ পর্যন্ত পারেননি তিনি। মারের কেরিয়ারে তিনটি গ্র্যান্ড স্লামের মধ্যে দু’টি এসেছে উইম্বলডন (২০১৩, ২০১৬) থেকে। ২০১২-তে যুক্তরাষ্ট্র ওপেন জেতেন তিনি। ২০১৮-র জানুয়ারিতে কোমরে অস্ত্রোপচার হয়েছিল। তারপর কোর্টে ফিরেও ছন্দে ফিরতে পারেননি তিনি। তাঁকে ফের কোমরের যন্ত্রণা ভুগিয়েছে।