Anil Kumble on Shubman Gill: অস্ট্রেলিয়ায় রোহিত শর্মার অনুপস্থিতিতে শুভমান গিলকে ওপেন করার জন্য ঠেলে না দেওয়াই উচিত। এমনটাই মনে করেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফির পাঁচ টেস্ট-এর সিরিজে এক বা দুটো ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা না-ও খেলতে পারেন। সেই সময় অস্থায়ীভাবে শুভমান গিলকে ওপেন করানোর কথা ভাবছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু, কিংবদন্তি ভারতীয় অলরাউন্ডার অনিল কুম্বলে মনে করছেন, এতে ভারতীয় দলের লাভের চেয়ে ক্ষতিই হবে।
গিল ওপেনার হিসেবেই তাঁর টেস্ট কেরিয়ার শুরু করেছিলেন। কিন্তু, তেমন একটা দাগ কাটতে পারেননি। এরপর যশস্বী জয়সওয়াল ২০২৩ সালে ওপেনার হিসেবে ভালো ব্যাটিং করে দেখানোয়, তাঁকেই ওপেনার হিসেবে টেস্ট ম্যাচে রোহিত শর্মার সঙ্গে নামানো হচ্ছে। অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে ওপেন করে সাফল্য পেয়েছেন গিল। ২০২০-২১ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। সেখানে গাব্বায় গিল বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়ে ৯১ রান করেছিলেন। যার সুবাদে টিম ইন্ডিয়ার রান পৌঁছেছিল ৩২৮-এ।
এবার রোহিতের অনুপস্থিতিতে ফের গিলকে ওপেনিং করানোর কথা ভাবতে শুরু করে টিম ম্যানেজমেন্ট। কারণ, ভারতের সিজন ব্যাক-আপ ওপেনিং ব্যাটারের ঘাটতি আছে। এই ইস্যুতে বুধবার বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট-এর প্রথম দিন ধারাভাষ্যকারদের কুম্বলে বলেন, 'গিল ব্যতিক্রমী প্রতিভা। ও দক্ষ। এর আগেও অস্ট্রেলিয়ায় খেলেছে। ব্রিসবেনে দুর্দান্ত হাফ সেঞ্চুরিও করেছিল। রোহিতের অনুপস্থিতিতে ওকে ওপেনিং করতে পাঠানোর কথা ভাবা হচ্ছে। কিন্তু, আমি চাইব যে গিলের বদলে রোহিতের অনুপস্থিতিতে কেএল রাহুলকে ওপেন করতে পাঠানো হোক। রাহুল যে কোনও পজিশনেই সমানভাবে খেলতে পারে। ওপেন করতেই বলুন বা উইকেটকিপিং, দ্রাবিড় ওঁকে যখনই যা বলেছে, ও সেই অনুযায়ী করেছে।'
কুম্বলে আরও বলেছেন, 'অস্ট্রেলিয়ায় তিন নম্বরে ব্যাটিং করলেও সাফল্য পেতে গেলে গিলকে তাঁর গেমপ্ল্যান বদলাতে হবে। তিন নম্বরে নেমে ভারতীয় দলের হয়ে এর আগে মাত্র দু'জন ধারাবাহিকভাবে রান করেছেন। তাঁদের একজন হলেন রাহুল দ্রাবিড়। আর, দ্বিতীয় জন হলেন চেতেশ্বর পূজারা। তিন নম্বরে ব্যাটিং করাটা সহজ না। কারণ, ওপেনাররা তাড়াতাড়ি আউট হলে তিন নম্বর ব্যাটারকেই দলের হাল ধরতে হয়। আবার, ওপেনাররা সফল হলে তিন নম্বর হয়তো অনেক পরে মাঠে নামার সুযোগ পান।'
আরও পড়ুন- বিশ্বজয়ী কোচ এবার হার্দিক-বুমরাদের কোচ! ঝড় তোলা আপডেটে বিরাট চমক
বছর ২৫-এর গিল তিন নম্বরে নেমে এখনও পর্যন্ত ১২টি টেস্ট খেলেছেন। গড় রান ৪৩.৪৪। তিনটে সেঞ্চুরি-সহ তিন নম্বরে নেমে গিলের মোট রান ৭৮২। বছর ২৫-এর গিল তিন নম্বরে নেমে এখনও পর্যন্ত ১২টি টেস্ট খেলেছেন। গড় রান ৪৩.৪৪। তিনটে সেঞ্চুরি-সহ তিন নম্বরে নেমে গিলের মোট রান ৭৮২। তারপরও গিলকে সাবধান করে কুম্বলে বলেছেন, 'কুকাবুরা বল গোড়া থেকে খেলা বেশ কঠিন। ৩০ থেকে ৬০ ওভারের মধ্যে এই বল আরামে খেলা যায়। তারপরও দ্রাবিড় আর পূজারা কিন্তু দিনের পর দিন ওই বলেই তিন নম্বরে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছে। ওঁরা থাকাতে দল নিরাপদে থেকেছে। চার, পাঁচ, ছয় নম্বর ব্যাটাররা অনেক পরে খেলতে নেমেছে। যার ফলে, তাঁরাও বেশ স্বচ্ছন্দে ব্যাট করতে পেরেছে।'