Advertisment

IPL 2025: বিশ্বজয়ী কোচ এবার হার্দিক-বুমরাদের কোচ! ঝড় তোলা আপডেটে বিরাট চমক

Paras Mhambrey joins Mumbai Indians as their bowling coach: রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের বোলিং কোচ ছিলেন মামরে। ৫৪ বছরের মামরের সঙ্গে বোর্ডের চুক্তি রাহুল দ্রাবিড়ের সঙ্গেই কার্যত শেষ হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Bumrah, Rohit, বুমরাহ, রোহিত,

Bumrah-Rohit: মুম্বইয়ের পুরোনো খেলোয়াড়দের অনেকেই মামরের কোচিংয়ে খেলেছেন। (ছবি- টুইটার)

Paras Mhambrey, Mumbai Indians, IPL bowling coach: ভারতের প্রাক্তন বোলিং কোচ পারস মামরে বুধবার মুম্বই ইন্ডিয়ান্সে ফিরলেন। তিনি বোলিং কোচ হিসেবেই এমআইতে যোগ দিলেন। এমআইয়ে বর্তমানে লাসিথ মালিঙ্গা বোলিং কোচের ভূমিকায় আছেন। মামরে তাঁর সঙ্গে মিলে কাজ করবেন। মামরে ও মালিঙ্গা মিলে মুম্বইয়ের হেড কোচ মাহেলা জয়াবর্ধনেকে সাহায্য করবেন।

Advertisment

মিডিয়াম পেসার মামরে ১৯৯২ থেকে ২০০৩ পর্যন্ত মুম্বইয়ের হয়ে খেলেছেন। ৯১টি প্রথম-শ্রেণির ম্যাচে নিয়েছেন ২৮৪টি উইকেট। এছাড়াও তিনি জাতীয় ক্রিকেট একাডেমি (NCA) থেকে লেভেল ৩ কোচিং ডিপ্লোমা করেছেন। জাতীয় দলের কোচ হওয়ার আগে ঘরোয়া পর্যায়ে বরোদা, মহারাষ্ট্র, বিদর্ভ এবং বাংলার কোচ ছিলেন। দ্রাবিড় জমানায় তিনি জাতীয় দলের কোচ হন।

এই নিয়ে দ্বিতীয়বারের মত মামরে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচের দায়িত্ব নিলেন। এর আগে তাঁর জমানায় মুম্বই ২০১০ সালে চ্যাম্পিয়ন্স লিগ রানার্স হয়। ২০১৩ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়। পাশাপাশি, ২০১১ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি২০-তে চ্যাম্পিয়ন হয়। বুধবার বিবৃতি দিয়ে সেই মামরেকে কোচ করার কথা জানিয়েছে মুম্বই।

মুম্বই তার প্রেস বিবৃতিতে জানিয়েছে, 'প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের নেতৃত্বে কোচিং টিমের অংশ হিসেবে মামরে বর্তমান বোলিং কোচ লাসিথ মালিঙ্গার সঙ্গে কাজ করবেন। তিনি এর আগেও মুম্বই ইন্ডিয়ান্সের কোচ ছিলেন। আইপিএল এবং চ্যাম্পিয়ন্স লিগ টি২০-তে তাঁর আমলে দল চ্যাম্পিয়ন হয়েছে। তিনি দলের বহু খেলোয়াড়েরই ঘনিষ্ঠ। নীল-সোনালি দল তাঁকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত।'

আরও পড়ুন- ড্রেসিংরুমে ভারতের নাম মুখে আনাও পাপ! বিস্ফোরক সত্যিটা জানিয়ে দিলেন পাকিস্তানি ক্যাপ্টেন

মামরে জাতীয় দলেও খেলেছেন। ৯০-এর দশকে ইংল্যান্ড সফরে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়। বর্তমানে তিনি ভারতের সেরা কোচদের অন্যতম। মুম্বই এবছরের আইপিএলে অত্যন্ত খারাপ ফল করেছে। সেই ব্যর্থতাই আগামী বছরের আইপিএলে তারা পুষিয়ে নিতে চাইছে। আর, সেই জন্য এখন থেকেই ঘর গোছানো শুরু করে দিয়েছে। সেই লক্ষ্যেই মামরেকে এমআই দলে নেওয়া হল বলে, মনে করছেন বিশেষজ্ঞরা।

Mumbai Indians Indian Cricket Team T20 World Cup Paras Mhambrey
Advertisment