বাইশ গজে বিশ্বরেকর্ড করলেন নেপালের অঞ্জলি চাঁদ। মালদ্বীপ উইমেনের বিরুদ্ধে নেপাল উইমেনের হয়ে টি-২০ ম্য়াচে নজির গড়লেন বছর চব্বিশের স্পিনার।
অঞ্জলি কোনও রান খরচ না করে একাই তুলে নেন ৬ উইকেট। আর এজন্য় তিনি নিয়েছেন ১৩টি ডেলিভারি। আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে এটাই এখন সেরা বোলিং পরিসংখ্য়ান।
আরও পড়ুন- ৪৮ ঘণ্টার মধ্য়ে দ্বিতীয় হ্য়াটট্রিক দীপক চাহারের
সোমবার পোখরায় নেপাল ও মালদ্বীপ সাউথ এশিয়ান উইমেন'স চ্য়াম্পিয়নশিপে অংশ নিয়েছিল। এদিনই নেপালের হয়ে অভিষেক করেন অঞ্জলি। মালদ্বীপ টস জিতে ব্য়াটিংয়ে সিদ্ধান্ত নেয় প্রথমে।
অঞ্জলির স্পিনের কেরামতিতে মাত্র ১৬ রানে গুটিয়ে যায় মালদ্বীপ। যে ছ'জন অঞ্জলির শিকার হয়েছেন তাঁরা প্রত্য়েকেই শূন্য় রানে ফিরেছেন প্য়াভিলিয়নে। অঞ্জলি শেষ তিন বলে হ্য়াটট্রিকও করেন। মালদীপের হয়ে সর্বেচ্চ রান হামজা নিয়াজের (১১ বলে ৯)।
আরও পড়ুন- ভিডিও: দীপক চাহারের বিশ্বরেকর্ড, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং পরিসংখ্য়ান
অঞ্জলি এদিন মালয়েশিয়ার মাস এলিসার রেকর্ড ভাঙেন। মালয়েশিয়ান বোলার চলতি বছর জানুয়ারি মাসে চিনের বিরুদ্ধে ৬ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন ৩ উইকেট।