রবিবাসরীয় নাগপুরে বাংলাদেশকে ৩০ রানে হারিয়ে ভারত তিন ম্য়াচের টি-২০ সিরিজ ২-১ ছিনিয়ে নিয়েছে। সিরিজ নির্ধারক ম্যাচে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের হয়ে বল হাতে আগুন জ্বাললেন দীপক চাহার। হ্য়াটট্রিক সহ-একাই তুলে নিলেন ছয় উইকেট। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিং পরিসংখ্য়ানে নথিভুক্ত হয়ে গেল তাঁর নাম।
আরও পড়ুন-India Vs Bangladesh: চাহারের বিশ্বরেকর্ডে বাংলাদেশকে হারিয়ে সিরিজ ভারতের
এর আগে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে সেরা বোলিং পরিসংখ্য়ান ছিল শ্রীলঙ্কার অজন্থা মেন্ডিসের। ২০১২ সালে আট রানে তিনি ৬ উইকেট তুলে নিয়েছিলেন জিম্বাবোয়ের বিরুদ্ধে। এদিন চাহার ৩.২ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে তুলে নিলেন ৬ উইকেট।
The best bowling figures in T20I cricket!
Take a bow Deepak Chahar ???? pic.twitter.com/3OGnB99h0n
— ICC (@ICC) November 10, 2019
চাহারের হ্য়াটট্রিকের সেই ভিডিও
— Rahul ® (@RahulSadhu009) November 10, 2019
এখনও পর্যন্ত ৮০০০-এর বেশি টি২০ ম্য়াচ খেলা হয়ে গিয়েছে। চাহারের আগে রয়েছেন কলিন অ্যাকারম্য়ান, আরুল সুপিয়া ও শাকিব আল হাসানের মতো ক্রিকেটাররা। এনাদের প্রত্যেকেই চাহারের থেকে ভাল পরিসংখ্য়ান স্পর্শ করেছেন। কিন্তু সবই ঘরোয়া কিম্বা ফ্র্য়াঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে। আন্তর্জাতিক মঞ্চে নয়।
.@deepak_chahar9 today became the first Indian to pick up a hat-trick in T20Is ???????? pic.twitter.com/qNctKUVgmF
— BCCI (@BCCI) November 10, 2019
চাহার এদিন একতা বিস্টের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হ্য়াটট্রিক করলেন। ভারতের মোট ছ’জন পুরুষ ক্রিকেটার হ্য়াটট্রিকের স্বাদ পেয়েছেন। তাঁদের মধ্য়ে ওয়ানডে ফর্ম্য়াটে হ্য়াটট্রিক করেছেন কপিল দেব, চেতন শর্মা, কুলদীপ যাদব ও মহম্মদ শামিরা। অন্য়দিকে হরভজন সিং ও ইরফান পাঠানরা টেস্টে হ্য়াটট্রিক করেছেন। কিন্তু টোয়েন্টি-টোয়েন্টিতে চাহারই প্রথম পরপর তিন বলে তিন উইকেট পেলেন। ম্য়াচ ও সিরিজের সেরাও হয়েছেন তিনি।
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Sports News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
গুরুদক্ষিণা ২ টাকা, আপাতত কলেজ ঘিরেই যত আক্ষেপ পদ্মশ্রী শিক্ষকের
ধোনির 'সতীর্থ' বঙ্গ পেসারে নজর কেকেআরের! নিলামের লড়াইয়ে আরসিবি, কিংসরাও
'হিংসা সমাধান নয়', দিল্লিতে কৃষক-পুলিশ খণ্ডযুদ্ধ প্রসঙ্গে রাহুল গান্ধী
প্রধানমন্ত্রীর পায়ের তলায় বাংলার মনীষীরা, শুরু রাজনৈতিক চাপানউতোর
'দু-মুখো নই'! কুকুরদের ছবি পোস্ট করে 'ধর্মীয় মেরুকরণের' রাজনীতিকে কটাক্ষ মীরের
উল্টো জাতীয় পতাকা উত্তোলন দিলীপের, পরে ভুল শুধরে বিড়ম্বনা প্রকাশ
দেবলীনার মা কি দুর্গাপুজোয় 'গো-মাংস' রান্নার কথা ভাবেন? বিস্ফোরক রুদ্রনীল ঘোষ
সিরাজ-শার্দুল বাদ, ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে খোলনলচে দল নামাচ্ছে টিম ইন্ডিয়া
দিল্লির রাজপথে বাংলার 'সবুজসাথী', উত্তরপ্রদেশের রামমন্দিরের ট্যাবলো