প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব চ্য়াম্পিয়নশিপের ফাইনালে উঠলেন অনু রানি

প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব অ্যাথলেটিক চ্য়াম্পিয়নশিপে মহিলাদের জ্য়াভলিন থ্রো-র ফাইনালে উঠে ইতিহাস লিখলেন অনু রানি। মঙ্গলবার দোহায় গ্রুপ এ-তে তিন নম্বরে শেষ করেছেন মীরাটের বছর সাতাশের মেয়ে।

প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব অ্যাথলেটিক চ্য়াম্পিয়নশিপে মহিলাদের জ্য়াভলিন থ্রো-র ফাইনালে উঠে ইতিহাস লিখলেন অনু রানি। মঙ্গলবার দোহায় গ্রুপ এ-তে তিন নম্বরে শেষ করেছেন মীরাটের বছর সাতাশের মেয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
Annu Rani becomes first Indian to reach World athletics Championship javelin final

প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব চ্য়াম্পিয়নশিপের ফাইনালে উঠলেন অনু রানি (ছবি-টুইটার/সাই মিডিয়া)

প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব অ্যাথলেটিক চ্য়াম্পিয়নশিপে মহিলাদের জ্য়াভলিন থ্রো-র ফাইনালে উঠে ইতিহাস লিখলেন অনু রানি। মঙ্গলবার দোহায় গ্রুপ এ-তে তিন নম্বরে শেষ করেছেন মীরাটের বছর সাতাশের মেয়ে।

Advertisment

অনু দ্বিতীয় প্রচেষ্টায় ৬২.৪৩ মিটার ছুঁড়ে কোয়ালিফিকেশন রাউন্ডে পাঁচে শেষ করেছেন। এর আগে এশিয়ান গেমসের ব্রোঞ্জ জয়ী অনুর জাতীয় রেকর্ড ছিল ৬২.৩৪। গত বছর মার্চে সেই নজির গড়েন তিনি। যদিও অনু এই ইভেন্টে সরাসরি কোয়ালিফাই করতে পারেননি। তাঁর জন্য় তাঁকে জ্য়াভলিনটি ৬৩.৫০ মিটার ছুঁড়তে হতো। অনু প্রথম রাউন্ডে ৫৭.০৫ মিটার ছোঁড়েন। তৃতীয় ও ফাইনাল রাউন্ডে এসে ৬০.৫০ মিটার ছুঁড়তে সক্ষম হয়েছেন।

Advertisment

আরও পড়ুন: বিশ্ব চ্য়াম্পিয়নশিপে সাতে শেষ করল ভারতের মিক্সড রিলে টিম

বিশ্ব অ্যাথলেটিক চ্য়াম্পিয়নশিপে মহিলাদের জ্য়াভলিন থ্রো-তে একমাত্র দু'জনই পেরেছেন সরাসরি যোগ্য়তা অর্জন করতে। এশিয়ান চ্য়াম্পিয়ন চিনার লিউ হুইহুই (৬৭.২৭ মিটার) ও জার্মানির ক্রিস্টিন হুসং (৬৫.২৯ মিটার) নিজেদের প্রমাণ করেছেন। অনু বুধবার অর্থাৎ আজ দুপুর বারোটার সময় দোহায় ফাইনালে অংশ নেবেন।

India