কপিল দেবের নেতৃত্বে কিছু দিনের মধ্য়ে বোর্ডের ক্রিকেট অ্য়াডভাইসরি কমিটে বেছে নেবেন ভারতীয় দলের নতুন কোচকে। নিয়োগ কমিটির সদস্য় অংশুমান গায়কোয়াড় সাফ জানিয়ে দিলেন যে, কোনওরকম পক্ষপাতিত্ব ছাড়াই তাঁরা টিম ইন্ডিয়ার হেডস্য়ারকে বেছে নেবেন। সেখানে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির পছন্দও প্রাধান্য় পাবে না। সংবাদসংস্থা পিটিআই-কে এমনটাই বলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে বিরাট সাফ জানিয়ে দিয়েছিলেন যে, কোচ হিসেবে শাস্ত্রীকেই তাঁর পছন্দ। তাঁকে পেলেই দল খুশি থাকবে। এ প্রসঙ্গে গায়কোয়াড় বললেন, "বিরাট কোহলি বা কে কী বলছে এসব ভাবার কোনও প্রশ্নই নেই। ভারতের মহিলা দলের কোচ হিসেবে ডব্লিউভি রমনকে বেছে নেওয়ার আগেও অনেক বিতর্ক হয়েছিল। কিন্তু আমরা কারোর মন্তব্য় শুনিনি। বিরাটকে তাঁর পছন্দের কোচের কথা জানতে চাওয়া হয়েছিল, ও রবি শাস্ত্রীর নাম বলেছে। সেখানে আমাদের কিছু করার নেই। আমরা মুক্ত মনে এবং নিরপেক্ষ ভাবেই কোচ বেছে নেব।" গায়কোয়াড় আরও জানিয়েছেন যে, বিসিসিআই-এর নির্দেশ মেনেই তাঁর কোচ বাছবেন। এ প্রসঙ্গে তাঁর সংযোজন, "আমি এবং কপিল দু'জনেই অতীতে কোচিং করিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ম্য়ান ম্য়ানেজমেন্ট ও টেকনিক্য়াল দক্ষতা।"
আরও পড়ুন: এই তিন যোগ্য়তা থাকলেই হওয়া যাবে ভারতীয় দলের কোচ, জানিয়ে দিল বিসিসিআই
গায়কোয়াড় বলেছেন যে, ভারতীয় দল ভাল পারফর্ম করছে। যদিও তিনি এখনও জানেন না যে, কবে কমিটির সকলে একসঙ্গে কথা বলবেন। ফলে আপাতত অপেক্ষা করে বিষয়টা দেখতে চাইছেন দেশের প্রাক্তন ওপেনার। ২০১৭ সালে ভারতীয় দলের হেড কোচ পদে নিযুক্ত হন শাস্ত্রী। অনিল কুম্বলের জুতোয় পা গলান তিনি। শাস্ত্রীর কোচিংয়ে ভারত একটিও আইসিসি-র মেজর ইভেন্ট জিততে পারেনি। কিন্তু তাঁর কোচিংয়েই বিরাট অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছিল।
Read full story in English