/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/Virat-Kohli-Ansuhka-Sharma.jpg)
অনুষ্কা শর্মাও এবার ক্রিকেটার (ফেসবুক)
ব্যাট হাতে স্বামী বিশ্বের সমস্ত বোলারদের ত্রাস। তবে স্ত্রী-ও কম যান না। বল হাতে সরাসরি চ্যালেঞ্জ জানাতে নেমে পড়লেন বাইশ গজেই। বিরাট-জায়া অনুষ্কার কীর্তিতে সকলেই অবাক। অবশ্য পুরোটাই রুপোলি পর্দার জন্য। বাংলার তারকা মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকের শ্যুটিং হতে চলেছে শহরে। ঝুলন গোস্বামীকে পর্দায় নিঁখুতভাবে ফুটিয়ে তোলার দায়িত্বে অনুষ্কা শর্মা।
বলিউডে ক্রিকেটারদের বায়োপিক অবশ্য নতুন কিছু নয়। সচিন, আজহার, ধোনির বায়োপিক দেখেছে গোটা বিশ্ব। কপিল দেবের বায়োপিকও হতে চলেছে। এর মধ্যেই খবর, পর্দায় আসছে বাংলার তারকার জীবন। তারকা পেসার ঝুলন গোস্বামীর বায়োপিক ঘিরে ইতিমধ্যেই সাজোসাজো রব ক্রিকেটমহলে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/Jhulan-Goswami.jpg)
আরও পড়ুন বিরাট-রোহিতের ব্যাট নিখোঁজ বারবার! ‘চোর’ ধরা পড়ল অবশেষে
দু-বছর আগে মে মাসে সোনি পিকচার্সের তরফে ঘোষণা করা হয়েছিল ঝুলন গোস্বামীর উপরে বায়োপিক নির্মাণ করা হবে। সেই সময়ে সোনি পিকচার্সের তরফে টুইট করে জানানো হয়েছিল, "কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর অনুপ্রেরণাদায়ক জীবনের গল্প আসছে বড় পর্দায়। আমাদের পার্টনার ডুনামিস এন্টারটেনমেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধে ঝুলনের বায়োপিক আপনাদের সামনে হাজির করার জন্য তর সইছে না।"
Hands down one of the most inspiring life stories ever told - legendary woman ODI cricketer @JhulanG10 ‘s life is set to come alive on the big screen! We can’t wait to bring Jhulan Biopic to you with our partners at Dunamis Entertainment - @rajneesh_chopra and @GBspeak pic.twitter.com/FcXpwtxmAV
— Sony Pictures India (@SonyPicsIndia) 17 May 2018
আরও পড়ুন অনুষ্কা নন, বিরাটের ভালবাসা কে, প্রকাশ্যেই জানালেন মহাতারকা
বহু প্রতীক্ষিত সেই বায়োপিকের শ্যুটিং এবার হবে ইডেনে। এদিনই বিকালের দিকে ইডেনে বল করতে দেখা যাবে অনুষ্কাকে। শহরে আগেই পৌঁছে গিয়েছিলেন বিরাটের বান্ধবী। অনুষ্কাকে সাহায্য করতে ইডেনে হাজির থাকবেন ঝুলন গোস্বামীও।
মহিলাদের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী ঝুলন। ১৬৯ ম্যাচে ২০৩টি উইকেট দখল করেছেন তিনি। শুধু তাই নয় প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২০০টি উইকেটও প্রথম দখল করেছিলেন তিনি। ভারতের দ্বিতীয় মহিলা ক্রীড়াবিদ ও প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ঝুলন গোস্বামীর বায়োপিকের জন্য অধীর প্রতীক্ষা শুরু ক্রিকেট-অনুরাগীদের।