Indian Football Team: মোহনবাগানকে করেছেন 'ভারতসেরা', এবার টিম ইন্ডিয়ার দায়িত্বে 'চাণক্য' হাবাস? জল্পনা তুঙ্গে

Mohun Bagan Super Giant: আইএসএলের সবচেয়ে সফল কোচকে এবার দেখা যেতে পারে টিম ইন্ডিয়ার কোচ হিসাবে। ৬৮ বছরের স্প্যানিশ কোচ ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন বলে খবর।

Mohun Bagan Super Giant: আইএসএলের সবচেয়ে সফল কোচকে এবার দেখা যেতে পারে টিম ইন্ডিয়ার কোচ হিসাবে। ৬৮ বছরের স্প্যানিশ কোচ ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন বলে খবর।

author-image
Subhamay Mandal
New Update
Antonio Lopez Habas: আইএসএলের সবচেয়ে সফল কোচকে দেখা যাবে টিম ইন্ডিয়ার কোচ হিসাবে

Antonio Lopez Habas: আইএসএলের সবচেয়ে সফল কোচকে দেখা যাবে টিম ইন্ডিয়ার কোচ হিসাবে

Antonio Lopez Habas India Coach: মোহনবাগানের (Mohun Bagan) সমর্থকদের জন্য খুশির খবর। মোহনবাগানকে আইএসএল লিগ শিল্ড এবং কাপ জেতানো কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসকে (Antonio Lopez Habas) নিয়ে বিরাট খবরে খুশির ঢেউ সবুজ-মেরুন শিবিরে। আইএসএলের (ISL) সবচেয়ে সফল কোচকে এবার দেখা যেতে পারে টিম ইন্ডিয়ার (Indian Football Team) কোচ হিসাবে। ৬৮ বছরের স্প্যানিশ কোচ ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন বলে খবর। আইএসএলে মোহনবাগানকে (আগের ATK-Mohun Bagan) প্রথম ট্রফি জয়ের স্বাদ দিয়েছিলেন হাবাস। আর এবার তাঁকে দেখা যেতে পারে ব্লু-টাইগারদের কোচ হিসাবে।

Advertisment

আইএসএলের প্রথম মরশুমে এটিকে-কে চ্যাম্পিয়ন করেছিলেন হাবাস। এটিকে-মোহনবাগান তাঁর কোচিংয়ে আইএসএল লিগ কাপ জেতে ২০১৯-২০ মরশুমে এবং মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant) ২০২৩-২৪ মরশুমে লিগ শিল্ড জেতান হাবাস। ১৯৯৭ সালে বলিভিয়াকে কোপা আমেরিকা ফাইনালে নিয়ে গিয়েছিলেন তিনি। তাঁর কেরিয়ারের সবথেকে বড় সাফল্য সেটাই। আই লিগের ক্লাব ইন্টার কাশীকেও সাফল্য দেন হাবাস। এবার তাঁর পাখির চোখ ভারতের কোচ হওয়া। ফেডারেশন (AIFF) সম্প্রতি ভারতীয় ফুটবল দলের কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। তাতেই আবেদন করেছেন স্প্যানিশ ফুটবল গুরু।

আরও পড়ুন এই ৪ শর্ত মানতে হবে, তবেই খেলবে ডুরান্ডে? নয়া নাটক মোহনবাগানের

Advertisment

মানোলো মার্কেজের (Manolo Marqueze) পদত্যাগের পর এখন কোচবিহীন সুনীল ছেত্রী-সন্দেশ জিঙ্ঘানরা। ভারতীয় ফুটবলের কঠিন সময় চলছে এখন। সম্প্রতি এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) কোয়ালিফাইং ম্যাচে হংকংয়ের কাছে হেরে লজ্জায় নাক কেটেছে ভারতীয় ফুটবল টিমের। তার পরই মানোলো মার্কেজ কোচের পদ থেকে ইস্তফা দেন। এই মুহূর্তে এশিয়ান কাপে খেলার ক্ষীণ সুযোগ রয়েছে ভারতের। বাকি ম্যাচগুলো জিততেই হবে সুনীল ছেত্রীদের। এই অবস্থায় কোচের না থাকা দুর্ভাগ্যের বিষয়। সেই জায়গায় ভারতীয় ফুটবলকে খাদের কিনারা থেকে টেনে তুলতে চান হাবাস। নিজেকে ভারতের যোগ্যতম কোচ হিসাবে দাবিও করেছেন হাবাস।

আরও পড়ুন ডুরান্ডে হবে না কলকাতা ডার্বি! কবে-কোন দলের বিরুদ্ধে খেলবে মোহনবাগান?

এদিকে, ভারতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ মানোলো মার্কোয়েজ সম্প্রতি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিন মাসেই আগেই তিনি ফেডারেশনের কাছে নাকি পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু, মানোলোর সেই সিদ্ধান্তের কথা AIFF কার্যত চেপে রেখেছিল। অন্তত এমন কথাই দাবি করেছেন স্পেনের এই বর্ষীয়ান ফুটবল কোচ। অবশেষে জুলাই মাসে পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে মানোলোকে বিদায় জানিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। 

indian football team Mohun Bagan AIFF Mohun Bagan Super Giant Antonio Lopez Habas