Mohun Bagan Super Giant: এই ৪ শর্ত মানতে হবে, তবেই খেলবে ডুরান্ডে? নয়া নাটক মোহনবাগানের

Mohun Bagan Durand Cup 2025: আসন্ন ডুরান্ড কাপে আদৌ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট? বিষয়টা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হয়েছে। সম্প্রতি ডুরান্ড কাপ কমিটি যে প্রাথমিক সূচির খসড়া প্রকাশ করেছিল, সেখানে নাম ছিল মোহনবাগানেরও।

Mohun Bagan Durand Cup 2025: আসন্ন ডুরান্ড কাপে আদৌ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট? বিষয়টা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হয়েছে। সম্প্রতি ডুরান্ড কাপ কমিটি যে প্রাথমিক সূচির খসড়া প্রকাশ করেছিল, সেখানে নাম ছিল মোহনবাগানেরও।

author-image
Koushik Biswas
New Update
Mohun Bagan Super Giant (1)

আসন্ন ডুরান্ডে মোহনবাগানের খেলা নিয়ে অনিশ্চয়তা

Mohun Bagan Super Giant: আসন্ন ডুরান্ড কাপে আদৌ খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট? বিষয়টা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট জলঘোলা হয়েছে। সম্প্রতি ডুরান্ড কাপ (Durand Cup 2025) কমিটি যে প্রাথমিক সূচির খসড়া প্রকাশ করেছিল, সেখানে নাম ছিল মোহনবাগানেরও। সূত্রের খবর, সবুজ-মেরুন ব্রিগেড জানিয়ে দিয়েছে যে এই টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করবে কি না, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু নিশ্চিত নয়। তবে যদি ডুরান্ড একান্তই চায় যে মোহনবাগান এই টুর্নামেন্টে খেলুক, তাহলে অবশ্য চারটে শর্ত টুর্নামেন্ট আয়োজকদের মানতে হবে। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

Advertisment

২০২৫ ডুরান্ড কাপ থেকে ইতিমধ্যেই বেশ কয়েকটি দল নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। শোনা যাচ্ছিল, সেই তালিকায় নাকি মোহনবাগান সুপার জায়ান্টও নাকি নিজেদের নাম লেখাতে পারে। কারণটা খুবই স্পষ্ট। ২০২৫-২৬ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ আপাতত অনিশ্চয়তার দড়িতে ঝুলছে। এই বছর ISL টুর্নামেন্ট আদৌ আয়োজন করা হবে কি না, সেই ব্যাপারে কোনও সবুজ সংকেত এখনও পর্যন্ত পাওয়া যায়নি। যেহেতু ডুরান্ড কাপকে এই আইএসএল টুর্নামেন্টের ড্রেস রিহার্সাল হিসেবেই দেখা হয়, সেকারণে বেশ কয়েকটি দল ইতিমধ্যে পিছু হটতে শুরু করেছে।

Mohun Bagan Super Giant: কলকাতা লিগে জয়ে ফিরল মোহনবাগান, কালীঘাটকে গোলের মালা সবুজ-মেরুনের

মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহারের কথা ঘোষণা করা না হলেও, কানাঘুষো এমন খবরই কিন্তু হাওয়ায় ভাসছিল। ইতিমধ্যে ডুরান্ড কমিটি প্রাথমিক খসড়ায় মোহনবাগানের নাম রাখতেই গোটা 'খেলা' আপাতত ঘুরে গিয়েছে। শোনা যাচ্ছে, সবুজ-মেরুন ব্রিগেডের পক্ষ থেকে নাকি স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে যে তারা নিজেদের শর্তেই এই টুর্নামেন্টে খেলতে নামবে। কী সেই শর্ত? সেটাই জেনে নেওয়া যাক।

Advertisment

Mohun Bagan Super Giant: ISL শুরুর আগে বিরাট ধাক্কা মোহনবাগানের, কেরালার পথে সবুজ-মেরুনের 'ঘরের ছেলে'

প্রথমত, AIFF-এর সংবিধান সংশোধন নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দেবে, সেই অপেক্ষাতেই রয়েছে মোহনবাগান। এই রায়ের উপরই নির্ভর করবে বাগানের ভবিষ্যৎ পরিকল্পনা। দ্বিতীয়ত, সম্প্রতি মাঠ নিয়ে মোহনবাগান যথেষ্টই সমস্যায় পড়েছে। অনুশীলনের জন্য তারা মাঠ পাচ্ছে না। সেকারণে ডুরান্ড কমিটির কাছে তারা অনুশীলনের জন্য মাঠের অনুরোধ করেছে। তৃতীয়ত, বিগত কয়েক মরশুম ধরেই ম্য়াচ টিকিট নিয়ে ডুরান্ড কমিটির সঙ্গে মোহনবাগানের বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল। এবার বাগান ম্য়ানেজমেন্ট আগেভাগেই জানিয়ে দিয়েছে যে টিকিট দেওয়ার ব্যাপারে নিশ্চয়তা চাই। নাহলে টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করবে না। আর শেষ শর্ত হল কলকাতা ডার্বি ম্য়াচ কবে হবে, সেই ব্যাপারে একটা সুস্পষ্ট ধারণা চাই। কারণ কলকাতা ডার্বিই যে এই টুর্নামেন্টের মূল আকর্ষণ, সেটা আর নতুন করে বলে দেওয়ার দরকার পড়ে না। এই পরিস্থিতিতে হাইভোল্টেজ ম্য়াচটা গ্রুপ পর্যায়েই হবে না পরবর্তী রাউন্ডে, সেই ব্যাপারে আগেভাগে জানিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আরও একবার মনে করিয়ে দেওয়া ভাল, মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। বিভিন্ন সূত্র মারফৎ এই খবর পাওয়া গিয়েছে।

Mohun Bagan Super Giant: মোহনবাগানে ফিরলেন 'ঘরের ছেলে', সবুজ-মেরুনে ফিরেই রণহুঙ্কার ডার্বিতে হ্যাটট্রিক-হিরোর

২০২৫ ডুরান্ড কাপে মোহনবাগানের প্রাথমিক সূচি:

  • বনাম মহমেডান স্পোর্টিং ক্লাব : ৩১ জুলাই (বিকাল ৪টে), কিশোরভারতী ক্রীড়াঙ্গন।
  • বনাম বিএসএফ এফসি : ৪ অগাস্ট (সন্ধ্যা ৭টা), বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন।
  • বনাম ডায়মন্ড হারবার এফসি: ৯ অগাস্ট (সন্ধ্যা ৭টা), কিশোরভারতী ক্রীড়াঙ্গন।

Mohun Bagan Super Giant: ডুরান্ডে হবে না কলকাতা ডার্বি! কবে-কোন দলের বিরুদ্ধে খেলবে মোহনবাগান?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এটা টুর্নামেন্টের প্রাথমিক একটি সূচির খসড়া। ডুরান্ড কর্তৃপক্ষ দাবি করেছে যে তারা চূড়ান্ত সূচি এখনও পর্যন্ত জারি করেনি। এই সূচিতে বেশ কয়েকটি অদল-বদলের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই আপাতত দেখার। উল্লেখ্য, গত মরশুমে ডুরান্ড কাপের ফাইনালে উঠেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু, অন্তিম লড়াইয়ে তারা জয়লাভ করতে পারেনি। ফাইনাল ম্য়াচে নর্থ-ইস্ট ইউনাইটেড জয়লাভ করে। আপাতত সেই অধরা ট্রফি ঘরে ফেরাতেই বদ্ধপরিকর তারা।

Mohun Bagan Super Giant Durand Cup 2025