Advertisment

বার্মিংহ্যামে ‘বিরুষ্কা মোমেন্ট’, বিরাটের সেঞ্চুরির পর কী করলেন অনুষ্কা!

বিরাটের সমর্থনে এজবাস্টনের ভিআইপি বক্সে ছিলেন বিরাটের স্ত্রী ও বলিউড স্টার অনুষ্কা শর্মা। আইপিএল হোক বা দেশের জার্সি, অনুষ্কা সময় পেলেই চলে আসেন বিরাটের ম্যাচ দেখতে। বার্মিংহ্যামেও দেখল ‘বিরুষ্কা মোমেন্ট’।

author-image
IE Bangla Web Desk
New Update
Kohli celebration

বিরাট কোহলি (ছবি টুইটার)

সমালোচনা আর ইংরেজ বোলিং আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তিনি। বিদেশের মাটিতে নিজের জাত চিনিয়েছেন বিরাট কোহলি। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন ভারত অধিনায়ক। দলের প্রয়োজনে কথা বলেছে বিরাটের ব্যাট। নিঃসন্দেহে ২২ নম্বর টেস্ট সেঞ্চুরিটা কোহলির কেরিয়ারে সেরা। ১৪৯ রানের ইনিংসটাই অনেক কিছুর উত্তর দিয়েছে।

Advertisment

বিরাটের সমর্থনে এজবাস্টনের ভিআইপি বক্সে ছিলেন বিরাটের স্ত্রী ও বলিউড স্টার অনুষ্কা শর্মা। আইপিএল হোক বা দেশের জার্সি, অনুষ্কা সময় পেলেই চলে আসেন বিরাটের ম্যাচ দেখতে। বার্মিংহ্যামেও দেখল ‘বিরুষ্কা মোমেন্ট’। বিয়ের পর থেকেই বিরাট সেঞ্চুরির পর নিজের গলার চেইনে ঝোলানো আংটিতে ঠোঁট ছোয়ান। ওটাই তাঁর বিয়ের আংটি। ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানোর পরেও সেই দৃশ্যই ফিরে এল। এদিন আউট হওয়ার পর যখন বিরাট প্যাভিলিয়নে ফিরছিলেন তখন ভিআইপি বক্সের দিকেই ক্যামেরার জুম চলে যায়। এক গাল হাসি আর করতালিতেই অনুষ্কা অভিনন্দন জানান বিরাটকে।

আরও পড়ুন: শচীন থেকে শোয়েব, বিরাটে মজে ক্রিকেটবিশ্ব

২০১৪-তে শেষবার ইংল্যান্ড সফরে এসেছিলেন বিরাট কোহলি। সেবার চূড়ান্ত ব্যর্থ হন তিনি।পাঁচ টেস্ট মিলিয়ে ১৩৪ রান করেছিলেন তিনি। ব্যাটিং গড় ছিল ১৩.৪০। এমনকি বিরাটের ব্যাট থেকে একটি অর্ধ-শতরানও আসেনি সেবার। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ইংল্যান্ড জিতে নিয়েছিল ৩-১ ব্যবধানে। এবার কিন্তু সব হিসেব বদলানোর ইঙ্গিতই দিলেন কোহলি। বিরাট ব্যাটের দিকে তাকিয়ে ক্রিকেটবিশ্ব।

Virat Kohli
Advertisment