আরও পড়ুন: বিরাট রেকর্ড করলেন কোহলি, লাইমলাইট কেড়ে নিল সৌরভের মহানুভবতা
View this post on Instagram
গত রবিবার ভারত-পাকিস্তানের মহারণ দেখেছে ম্য়াঞ্চেস্টারের ওল্ড ট্র্য়াফোর্ড। আপাতত সাউথ্যাম্পটনে পাঁচ দিনের ব্রেকে রয়েছে টিম ইন্ডিয়া। আগামী ২২ জুন, শনিবার ভারত মুখোমুখি হবে আফগানিস্তানে। বিসিসিআই আগে জানিয়েছিল যে, বিশ্বকাপের প্রথম ২০ দিন খেলোয়াড়দের স্ত্রী-রা তাঁদের সঙ্গে থাকতে পারবেন না। কিন্তু ভারত-পাক মহারণের দিন ম্য়াঞ্চেস্টারের গ্যালারিতে রীতিকাকে দেখা গিয়েছিল। আপাতত ১৫দিন ক্রিকেটারদের সঙ্গে তাঁদের স্ত্রী-রা থাকতে পারবেন। ধাওয়ান ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে রোহিতের পরিবারের সঙ্গে তিনি আর আয়েশা ট্রেন সফর করছেন।