টিম ইন্ডিয়ার ছবিতে অনুষ্কা শর্মা! টুইটারে ঝড়

টিম ইন্ডিয়ার একটি ছবি পোস্ট করা হয়েছে টুইটারে। সেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলির পাশেই দাঁড়িয়ে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। কিসের ভিত্তিকে অনুষ্কা হয়ে গেলেন টিমের সদস্য! এই ইস্যুতেই টুইটারে উঠল ঝড়!

টিম ইন্ডিয়ার একটি ছবি পোস্ট করা হয়েছে টুইটারে। সেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলির পাশেই দাঁড়িয়ে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। কিসের ভিত্তিকে অনুষ্কা হয়ে গেলেন টিমের সদস্য! এই ইস্যুতেই টুইটারে উঠল ঝড়!

author-image
IE Bangla Web Desk
New Update
Team India

টিম ইন্ডিয়ার ছবিতে অনুষ্কা শর্মা! টুইটারে ঝড়

ফের একবার সোশ্যাল মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করলেন বিরুষ্কা। লন্ডনে অবস্থিত ভারতীয় হাই কমিশনের আমন্ত্রণে হাজির ছিল টিম ইন্ডিয়া। বিসিসিআই-এর পক্ষ থেকে টিম ইন্ডিয়ার একটি ছবি পোস্ট করা হয়েছে টুইটারে। সেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলির পাশেই দাঁড়িয়ে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। কিসের ভিত্তিকে অনুষ্কা হয়ে গেলেন টিমের সদস্য! এই ইস্যুতেই টুইটারে উঠল ঝড়! সকলের একটাই প্রশ্ন, ভারতীয় দলের গ্রুপ ছবিতে কী করে এলেন ক্যাপ্টেনের ফার্স্ট লেডি!

Advertisment

এই ছবি আরও একটা বিতর্ক উসকে দিয়েছে। তৃতীয় টেস্ট পর্যন্ত কোনও ক্রিকেটার তাঁর স্ত্রী বা গার্লফ্রেন্ডের সঙ্গে থাকতে পারবে না। অর্থাৎ বোর্ড নো ওয়্যাগ’ (ওয়াইফ অ্যান্ড গার্লফ্রেন্ড) ফতোয়া জারি করেছে। কিন্তু তাহলে অনুষ্কা কী করে এখনও রয়েছেন দলের সঙ্গে? তাঁকে বার্মিংহ্যামের ভিআইপি বক্সেও দেখা গিয়েছিল বিরাটের সমর্থনে গলা ফাটাতে। কারোর মতে কোহলির স্ত্রী হওয়ার সুবাদেই বিশেষ সুবিধা পাচ্ছেন অনুষ্কা। কোহলির ভারত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শুরুতেই ধাক্কা খেয়েছে। ক্যাপ্টেনর দুরন্ত সেঞ্চুরিতেও এজবাস্টনে ভারত ৩১ রানে হেরেছে। আগামী বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।

Advertisment

Virat Kohli Anushka Sharma