রণবীর সিংয়ের আসন্ন ছবি 'গল্লি বয়'। সেই ছবিতে ব্যবহৃত একটা সংলাপ ধরেই তৈরি হয়েছে গান "আপনা টাইম আয়েগা''। সোশাল মিডিয়ায় এই তিনটি শব্দ দুর্দান্ত জনপ্রিয় হয়ে গিয়েছে। একাধিক মিমে যেমন ব্যবহৃত হয়েছে, ঠিক তেমনই কেউ এটাকে প্রত্যাবর্তনের ক্যাচলাইন হিসেবেও দেখছে।
আপনা টাইম আয়েগার জ্বরে এবার কাবু পৃথ্বী শ। ইনস্টাগ্রামে ব্যাট হাতে একটি ছবি পোস্ট করে মুম্বইয়ের ১৯ বছরের ক্রিকেটার লিখেছেন, "আপনা টাইম আয়েগা...ইনজুরি সে ফিট হোকে ম্যায় অওর রান বানায়েগা...আপনা টাইম আয়েগা..."
জীবনের প্রথম বিদেশ সফরে গিয়েই ধাক্কা খেয়েছিলেন পৃথ্বী শ। অস্ট্রেিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান তিনি। চোট নিয়ে ফিরে এসেছিলেন দেশে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের স্বাক্ষী থাকা হয়নি তাঁর। চোট সারিয়ে দ্রুতই মাঠে ফেরারই ইঙ্গিত দিয়েছেন পৃথ্বী। সব ঠিক থাকলে সম্ভবত ২০১৯ আইপিএল-এ খেলতে পারেন পৃথ্বী। আপনা টাইম আয়েগা পোস্টটাও তাঁর ফিটনেস আপডেট।
আরও পড়ুন: কবে মাঠে নামছেন পৃথ্বী? কী আপডেট দিলেন তিনি
গত অক্টোবরে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় পৃথ্বীর। ১৫ নম্বর ভারতীয় ক্রিকেটার হিসেবে কেরিয়ারের অভিষেক টেস্টে সেঞ্চুরির নজির গড়েছিলেন তিনি। সেদিন রাজকোটে পৃথ্বীর ব্য়াট থেকে এসেছিল ১৫৪ বলে ১৩৪ রানের ঝকঝকে ইনিংস। শচীন তেন্ডুলকরের পর দ্বিতীয় তরুণ ক্রিকেটার হিসেবে পৃথ্বী টেস্ট সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন।এরপর হায়দরাবাদে দ্বিতীয় টেস্টেও পৃথ্বী ছিলেন দুরন্ত ছন্দে। প্রথম ইনিংসে ৭০ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৩ রান আসে তাঁর ব্যাট থেকে।