Football Legend Dies: নিউমোনিয়াই শেষ করে দিল আর্জেন্টিনার বিশ্বজয়ীকে, কাঁদিয়ে চলে গেলেন ফুটবল লেজেন্ড

Argentina Football Legend Luis Galvan passed away: তাঁর কেরিয়ারের সবচেয়ে গৌরবোজ্জ্বল মুহূর্ত আসে ১৯৭৮ সালের ফিফা বিশ্বকাপে, যেখানে তিনি দলের অন্যতম প্রধান ডিফেন্ডার হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স দেখান এবং প্রতিটি ম্যাচেই খেলেন।

Argentina Football Legend Luis Galvan passed away: তাঁর কেরিয়ারের সবচেয়ে গৌরবোজ্জ্বল মুহূর্ত আসে ১৯৭৮ সালের ফিফা বিশ্বকাপে, যেখানে তিনি দলের অন্যতম প্রধান ডিফেন্ডার হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স দেখান এবং প্রতিটি ম্যাচেই খেলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Luis Galvan Passes Away: আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার এবং ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য লুইস গ্যালভান প্রয়াত

Luis Galvan Passes Away: আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার এবং ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য লুইস গ্যালভান প্রয়াত

Argentina Football Legend Luis Galvan Death: আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার এবং ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য লুইস গ্যালভান প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। গত কয়েক সপ্তাহ ধরে নিউমোনিয়ায় আক্রান্ত গ্যালভান মঙ্গলবার আর্জেন্টিনার কর্ডোবা শহরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Advertisment

লুইস গ্যালভানের ফুটবল কেরিয়ার

লুইস গ্যালভান ১৯৭০ সালে পেশাদার ফুটবলে পা রাখেন। দীর্ঘ ১৭ বছরের কেরিয়ারে তিনি আর্জেন্টিনার একাধিক শীর্ষস্থানীয় ক্লাবের হয়ে খেলেছেন। কেরিয়ারের শেষ দিকে তিনি বলিভিয়ার একটি ক্লাবের হয়েও প্রতিনিধিত্ব করেন।

Advertisment

১৯৭৫ সালে তিনি আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক করেন এবং একই বছরে প্যান আমেরিকান গেমসে দেশের প্রতিনিধিত্ব করেন। তাঁর কেরিয়ারের সবচেয়ে গৌরবোজ্জ্বল মুহূর্ত আসে ১৯৭৮ সালের ফিফা বিশ্বকাপে, যেখানে তিনি দলের অন্যতম প্রধান ডিফেন্ডার হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স দেখান এবং প্রতিটি ম্যাচেই খেলেন।

আরও পড়ুন শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গলের এই দুর্দশা কেন? কারণ জানিয়ে দিলেন মিডফিল্ড জেনারেল

পরবর্তীতে তিনি ১৯৮২ সালের বিশ্বকাপ দলে অংশ নেন, যদিও সেখানে তাঁর পারফরম্যান্স প্রত্যাশামতো হয়নি। ১৯৮৩ সালে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন এবং ১৯৮৭ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান।

ফুটবল দুনিয়ায় শোকের ছায়া

লুইস গ্যালভানের মৃত্যুতে শুধু আর্জেন্টিনা নয়, গোটা ফুটবল দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। একজন প্রকৃত যোদ্ধা ও শৃঙ্খলাপূর্ণ ডিফেন্ডার হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তিনি একটি অমলিন ছাপ রেখে গেছেন।

আরও পড়ুন ফিফার কড়া শাস্তিতে মোহনবাগানে বজ্রপাত! কামিংসের জন্য বিপদে সবুজ-মেরুন শিবির

তাঁকে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে "নীরব রক্ষাকর্তা" (Silent Guardian) বলা হত, কারণ তিনি খুবই শান্ত কিন্তু নির্ভরযোগ্য ছিলেন। কঠোর পরিশ্রম, একাগ্রতা ও ট্যাকটিক্যাল বোঝাপড়ার জন্য বিখ্যাত ছিলেন।ফুটবল ছাড়ার পর সমাজসেবামূলক কাজেও যুক্ত ছিলেন।

Argentina