অর্জুনের লক্ষ্যভেদ! শচিন তেন্ডুলকরের সুপুত্র অজুর্ন তেন্ডুলকর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট পেলেন। আবেগে চোখের জল আটকাতে পারলেন না শচিনের বন্ধু ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি।
এই মুহূর্তে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল শ্রীলঙ্কায় সফররত। দ্বীপরাষ্ট্রে প্রথম যুব টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। কলম্বোর নন্দেস্ক্রিপ্ট ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে শ্রীলঙ্কার কমিল মিশরার উইকেট নেন অর্জুন। আর এটাই শচিন পুত্রর প্রথম আন্তর্জাতিক শিকার। মধ্যাহ্ণ ভোজের বিরতির আগে অর্জুন পাঁচ ওভার হাত ঘুরিয়ে ১৮ রান খরচ করে এক উইকেট নিয়েছেন।
আরও পড়ুন:Arjun Tendulkar: ইন্ডিয়া অনুর্ধ্ব-১৯ খেলার জন্য তৈরী শচিন পুত্র
শচিনের ছেলের পারফরম্যান্সে মুগ্ধ কাম্বলি। তিনি লিখলেন, “ আমার চোখে জল চলে এসেছে। অর্জুনকে বড় হতে দেখেছি। জানি কতটা কঠোর পরিশ্রম করে ও। অর্জুনের জন্য খুব খুশি হয়েছি। সবে ওর শুরু। আশা করি ভবিষ্য়তে ও অনেক সাফল্য পাবে। অর্জুন প্রথম উইকেট নেওয়ার মুহূর্ত উপভোগ কর।” গত জুলাইতেই শ্রীলঙ্কা সফরের জন্য অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন অর্জুন। এরপর জাতীয় শিবিরে ডব্লিউভি রমন ও সনথ কুমারের তত্ত্বাবধানে প্রস্তুতি সারেন তিনি। গত ১০ জুলাই শ্রীলঙ্কায় এসেছে ভারত। দু’টি ওয়ার্ম-আপ ম্যাচ (১২-১৩ জুলাই) খেলেছেন অর্জুনরা। সিরিজের দ্বিতীয় যুব টেস্ট শুরু হবে ২৩ জুলাই থেকে। এরপর ২৯ জুলাই থেকে ওয়ান ডে সিরিজ।