Arshad Nadeem Pakistan: পাকিস্তান সরকারের জালিয়াতি, পাকা কথার পরও 'কাঁচকলা' আরশাদকে! আসল সত্যিটা জানেন?

Arshad Nadeem Pakistan: ২৮ বছর বয়সি আরশাদ নাদিম ২০২৪ প্যারিস অলিম্পিক্স টুর্নামেন্টে ৯২.৯৭ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করেন এবং প্রথম স্থান অর্জন করেন। এই তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন ভারতীয় জ্যাভেলিন তারকা নীরজ চোপড়া।

Arshad Nadeem Pakistan: ২৮ বছর বয়সি আরশাদ নাদিম ২০২৪ প্যারিস অলিম্পিক্স টুর্নামেন্টে ৯২.৯৭ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করেন এবং প্রথম স্থান অর্জন করেন। এই তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন ভারতীয় জ্যাভেলিন তারকা নীরজ চোপড়া।

author-image
IE Bangla Sports Desk
New Update
Arshad Nadeem

পাকিস্তানের জ্যাভেলিন তারকা আরশাদ নাদিম

Arshad Nadeem: ২০২৪ প্যারিস অলিম্পিক্সে পাকিস্তানের জ্যাভেলিন (Javelin) তারকা আরশাদ নাদিম সোনার পদক জয় করেছিলেন। পাকিস্তানের প্রথম অ্যাথলিট হিসেবে অলিম্পিক্স টুর্নামেন্টের ব্যক্তিগত ইভেন্টে সোনার পদক জয় করেছিলেন। সোনার পদক জিতে দেশে ফিরতে না ফিরতেই পাকিস্তান সরকার (Pakistan Government) আরশাদকে একাধিক পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের পাশাপাশি বেশ কয়েকটি বেসরকারি সংস্থাও আরশাদকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল। এমনকী, বাড়ি তৈরি করার জন্য তাঁকে জমি দেওয়ার কথাও ঘোষণা করা হয়। কিন্তু, এখনও পর্যন্ত আরশাদ এক ছটাক জমিও পাননি।

Advertisment

জমি দেওয়ার প্রতিশ্রুতি এখনও হয়নি পূরণ

জিও টিভি-র একটি প্রতিবেদন অনুসারে, আরশাদ নাদিম নাকি একটি ইন্টারভিউয়ে জানিয়েছেন, 'আমাকে জমি দেওয়ার যে প্রতিশ্রুতি পাকিস্তান সরকার করেছিল, তা একেবারেই ভুয়ো। আমি এখনও পর্যন্ত কোনও জমি পাইনি। এছাড়া বাকি আর্থিক নগদ পুরস্কার আমি পেয়ে গিয়েছি।' জমির প্রতিশ্রুতি সরকার পূরণ করতে না পারলেও নাদিম জানিয়েছেন, আপাতত অ্যাথলেটিক্স কেরিয়ারের উপরই তিনি যাবতীয় ফোকাস ধরে রাখতে চান। 

Advertisment

Arshad Nadeem meets Lashkar-e-Taiba terrorist: সোনাজয়ী আর্শাদের বাড়িতে লস্কর জঙ্গি, চলল খানা-পিনা, গল্প! পাকিস্তানে ভয়ঙ্কর দৃশ্যে কলঙ্কিত অলিম্পিক

অলিম্পিক্স টুর্নামেন্টে চমকে দিয়েছিলেন সকলকে

২৮ বছর বয়সি আরশাদ নাদিম ২০২৪ প্যারিস অলিম্পিক্স টুর্নামেন্টে ৯২.৯৭ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করেন এবং প্রথম স্থান অর্জন করেন। এই তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন ভারতীয় জ্যাভেলিন তারকা নীরজ চোপড়া। তিনি রুপোর পদক জয় করেছিলেন। এই দুই অ্যাথলিট যদি এখন কোনও টুর্নামেন্টে অংশগ্রহণ করেন, তাহলে দ্বৈরথ উপভোগ করতে মুখিয়ে গোটা বিশ্ব। আগামী ১৬ অগাস্ট পোল্যান্ডে আয়োজিত সিলেসিয়া ডায়মন্ড লিগ মিটে এই দুই অ্যাথলিটকে একসঙ্গে দেখতে পাওয়া যাবে।

Arshad Nadeem vs Neeraj Chopra: বেরিয়ে পড়ল 'আসল চেহারা', নীরজকে নিয়ে কথা বলতেই নারাজ পাকিস্তানের নাদিম!

একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে জয় করেছেন সোনার পদক

১৯৯৭ সালে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে জন্মগ্রহণ করেন আরশাদ নাদিম। এরপর তিনি নিজের জ্যাভেলিন কেরিয়ার তৈরি করেন। জ্যাভেলিন খেলা তাঁর জীবনে সাফল্যের এক নয়া দিক খুলে দেয়। অলিম্পিক্স টুর্নামেন্টের পাশাপাশি কমনওয়েলথ গেমস এবং এশিয়ান চ্য়াম্পিয়নশিপেও সোনার পদক জয় করেন। এর পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি রুপোর পদক জয় করেন।

Pakistan government Arshad Nadeem Javelin