Arshad Nadeem vs Neeraj Chopra: বেরিয়ে পড়ল 'আসল চেহারা', নীরজকে নিয়ে কথা বলতেই নারাজ পাকিস্তানের নাদিম!

Arshad Nadeem: নীরজ চোপড়াকে নিয়ে কোনও মন্তব্য করতে চাইলেন না পাকিস্তানের জ্যাভেলিন তারকা আরশাদ নাদিম। ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

Arshad Nadeem: নীরজ চোপড়াকে নিয়ে কোনও মন্তব্য করতে চাইলেন না পাকিস্তানের জ্যাভেলিন তারকা আরশাদ নাদিম। ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Neeraj Chopra vs Arshad Nadeem

নীরজ চোপড়া এবং আরশাদ নাদিম

Arshad Nadeem Pakistan: পাকিস্তানের জ্যাভেলিন তারকা আরশাদ নাদিম তাঁর চির-প্রতিদ্বন্দ্বী নীরজ চোপড়া (Neeraj Chopra) সম্পর্কে কোনও মন্তব্য করতে অস্বীকার করলেন। টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে সোনার পদক জয় করেছিলেন নীরজ। সম্প্রতি তিনি পাকিস্তানের জ্যাভেলিন (Javelin) তারকা আরশাদ নাদিমকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু, ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে নাদিম শেষপর্যন্ত আর ভারতে আসেননি। যদিও এই আমন্ত্রণের কারণে নীরজকে কম সমালোচনার মুখেও পড়তে হয়নি।

Advertisment

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পহেলগাঁও উপত্যকায় সন্ত্রাসবাদী হামলা চালিয়েছিল পাকিস্তান। এই হামলার কারণে ২৬ নিরাপরাধ পর্যটক মারা হিয়েছিলেন। যদিও এই হামলার আগেই নাদিমকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন নীরজ। কিন্তু, তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় ভারতের এই জ্যাভেলিন তারকাকে সমালোচনায় বিদ্ধ করা হয়েছিল।

নীরজ সম্পর্কে কোনও মন্তব্যে নারাজ আরশাদ

সম্প্রতি পাকিস্তানি সাংবাদিকদের নাদিম জানিয়েছেন, 'নীরজকে নিয়ে আমি আপাতত একটাও কথা বলতে চাই না। কারণ ভারতের বিরুদ্ধে সংঘাত এখনও সম্পূর্ণ শেষ হয়নি। আমি একটি গ্রাম থেকে উঠে এসেছি। শুধুমাত্র এটুকুই বলতে পারি যে আমি এবং আমার পরিবার সবসময় দেশের (পাকিস্তান) সেনাবাহিনীর পাশেই থাকব।'

Advertisment

publive-image

উল্লেখ্য, ২০২৪ প্যারিস অলিম্পিক্সে নীরজ অল্পের জন্য সোনার পদক হাতছাড়া করেছিলেন। রুপো জয় করেই তাঁকে সন্তুষ্ট হতে হয়েছিল।

নাদিম প্রসঙ্গে নীরজের মুখেও ইতিপূর্বে একই সুর শুনতে পাওয়া গিয়েছিল। গত ১৫ মে দোহা ডায়মন্ড লিগে খেলতে নামার আগে নীরজ স্পষ্ট উল্লেখ করেছিলেন যে নাদিম আরশাদ কোনওকালেই তাঁর বন্ধু ছিল না।

Neeraj Chopra 90m Throw: দৈত্যাকার থ্রো করেও সোনা হাতছাড়া নীরজের! এর পিছনে কারণটা জানেন?

যদিও ভারতের এই জ্যাভেলিন তারকা আগামী ২৪ মে এনসি ক্লাসিক জ্যাভেলিন ইভেন্টের আয়োজন করেছিলেন। কিন্তু, ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে চলতি মাসের শুরুতেই তা স্থগিত করে দেওয়া হয়।

Neeraj Chopra Net Worth: সেনায় গুরুদায়িত্ব পেয়েই টাকায় ভাসলেন নীরজ, কত টাকা স্যালারি পাবেন সোনার ছেলে?

নাদিম জানিয়েছেন যে প্যারিস অলিম্পিক্সে সোনার পদক জয় করার পর তিনি আপাতত ১০০ মিটার দুরত্বে জ্যাভেলিন ছোঁড়ার প্রস্তুতি গ্রহণ করছেন।

Neeraj Chopra: 'আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে...', আরশাদ ইস্য়ুতে মর্মাহত নীরজ চোপড়া

পাকিস্তানের এই জ্যাভেলিন তারকা বললেন, 'আমি সবসময় একটাই কথা বলে এসেছি যে লড়াইটা নিজের সঙ্গেই করি। আমার লক্ষ্য হল একদিন না একদিন ১০০ মিটার দুরত্ব স্পর্শ করা।' সঙ্গে তিনি আরও যোগ করেন, 'যদি নীরজ ভাল ফলাফল করতে পারে, তাহলে সেটা ওর পক্ষেই ভাল, আমার তাতে কিছু এসে যায় না।'

Neeraj Chopra Classic: নীরজের প্রস্তাবে সরাসরি না নাদিমের, ভারতে আসছেন না পাকিস্তানের অলিম্পিক চ্যাম্পিয়ন

সম্প্রতি নীরজ দোহা ডায়মন্ড লিগে ৯০.২৩ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করেছিলেন। ৯০ মিটারের দুরত্ব অতিক্রম করার জন্য তাঁকে ৫ বছর অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে।

Neeraj Chopra Javelin Arshad Nadeem